Hooghly School Open Contro : সরকারি বিধিনিষেধ উড়িয়ে খোলা স্কুল! বিতর্ক হুগলিতে
করোনা আবহে কেন খোলা স্কুল, খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলাশাসক।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : সরকারি বিধিনিষেধকে (Government Covid Norms) উপেক্ষা! হুগলিতে (Hooghly) খোলা ব্যান্ডেল গার্লস মিশন উচ্চ মাধ্যমিক স্কুল। কর্তৃপক্ষের দাবি, অনেক ছাত্রী ট্রেনের টিকিট না পাওয়ায় বাড়ি ফিরতে পারেনি। মাধ্যমিক পরীক্ষার্থীদের বসিয়ে না রেখে ক্লাস নেওয়া হচ্ছে। করোনা আবহে কেন খোলা স্কুল, খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলাশাসক।
ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ, এই পরিস্থিতিতে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি হয়েছে বিধিনিষেধ। বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে নিয়মনাস্তি হুগলির পোলবার রাজহাটে। ব্যান্ডেল গার্লস মিশন উচ্চ মাধ্যমিক স্কুলে গিয়ে শুক্রবার দেখা গিয়েছে, খোলা বেসরকারি স্কুল, রীতিমতো ক্লাস চলছে। শুধু ক্লাস চালু থাকাই নয়, খোলা রয়েছে আবাসিক স্কুলের ছাত্রীদের হস্টেলও। আসছেন অভিভাবকরা।
কর্তৃপক্ষের দাবি, অনেক ছাত্রীর বাড়ি দূরের জেলায়। ট্রেনের টিকিট না মেলায় বাড়ি ফিরতে পারেনি, তাই স্কুল ও হস্টেল খোলা। স্কুলের শিক্ষিকা শ্রাবন্তী পোল্লে বলেছেন, 'কোভিড বিধি মেনে ক্লাস চলছে। মাধ্যমিক পড়ুয়া বলে তাদের বসিয়ে না রেখে ক্লাস করানো হচ্ছে। টিকিক মেলেনি। অভিভাবকরা নিতে এলেই ছেড়ে দেওয়া হবে।' ব্যান্ডেল গার্লস মিশন উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শেখ মুসলিম মণ্ডল বলেছেন, '২ রা জানুয়ারী অভিভাবকদের স্কুলে আসতে বলা হয়। ওইদিন বিকালে সরকারি বিধি নিষেধ জারি হয়। অভিভাবকদের বলা হয়েছে ছাত্রীদের নিয়ে যেতে। এই স্কুলের স্থানীয় ছাত্রীরা বাড়ি ফিরে গেছে। কিছু ছাত্রী আছে যারা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, ঝাড়খণ্ড থেকে হস্টেলে থেকে পড়ে তারা রয়ে গেছে। দু চার দিনের মধ্যে তারা ফিরে যাবে।'
কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে কীভাবে খোলা রয়েছে স্কুল? এবিষয়ে জেলাশাসক পি দীপপ্রিয়া জানিয়েছেন, সরকারি নির্দেশ অনুযায়ী, এখন কোনও অবস্থাতেই স্কুল খোলা রাখা যাবে না। সেখানে কেন ওই স্কুলের হস্টেলে পড়ুয়াদের রাখা হয়েছে, কেন স্কুল খোলা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- করোনার প্রকোপ হুগলিতেও, সংক্রমিত পোলবা হাসপাতালের চিকিৎসক এবং নার্স