Rampage of Storm: হঠাৎ ঝড়, লন্ডভন্ড অভিষেকের সভাস্থল, দাঁতনে তছনছ ট্রেন দুর্ঘটনার জন্য তৈরি ক্যাম্প
Rampage of Storm: প্রচন্ড গরমের মধ্যে হঠাৎ ঝড়, আরামবাগে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল, দাঁতনে লন্ডভন্ড বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার জন্য তৈরি ক্যাম্প।

হুগলি: প্রচন্ড গরমের মধ্যে হঠাৎ ঝড়, আরামবাগে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল (Abhishek Banerjee)। পাশাপাশি হঠাৎ ঝড়ে দাঁতনে লন্ডভন্ড বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার (Coromandel Express Accident) জন্য তৈরি ক্যাম্প।
বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে
অপরদিকে, প্রবল গরমে দুঃসংবাদ, বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে, আশঙ্কা আবহাওয়া দফতরের। আন্দামানে আগাম এলেও দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকতে বিলম্ব। উত্তর-পূর্ব ভারত হয়ে বাংলায় কবে বর্ষা? এখনও সন্দিহান আবহবিদরা। আগাম বর্ষা ঢোকার পরে আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণ চলছে।
এখনও লাক্ষাদ্বীপের কাছেই আটকে আছে বর্ষা
১ জুন কেরলে ঢোকার কথা থাকলেও, এখনও লাক্ষাদ্বীপের কাছেই আটকে আছে বর্ষা। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, তার হাত ধরেই কেরলে ঢুকতে পারে বর্ষা। উত্তর বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতি না থাকার কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে দেরিতে।
তৈরি হচ্ছে লু-এর পরিস্থিতি
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শুষ্ক আবহাওয়া, তৈরি হচ্ছে লু-এর পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ছে, যার ফলে শুধুমাত্র দিনের বেলা নয় রাত-ভোর গুমোট গরমে দমবন্ধ অবস্থা।
তাপপ্রবাহ হতে পারে কোথায় ?
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলি সাময়িক ভাবে একটু স্বস্তি পেতে পারে। তবে গরম কমবে না আদৌ।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এর সমতল এলাকার কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পাারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার, দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।কলকাতায় চরম অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে । তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বেলা একটু বাড়তেই । বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।






















