Ratan Tata: সিঙ্গুরে শুভেন্দুর সভাস্থলের শুদ্ধিকরণ TMC-র, 'মমতার মঞ্চে টাটার বিরুদ্ধে কথা বলেছিলেন..'
TMC On Suvendu Ratan Tata Singur: সিঙ্গুরে শুভেন্দুর সভাশেষে গোবর জলে শুদ্ধিকরণ, উড়ল কালো বেলুন
সোমনাথ মিত্র, হুগলি: সিঙ্গুরের গোপাল নগরে গতকাল শুভেন্দু অধিকারীর সভাস্থল গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করা হল। সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সিঙ্গুরের কৃষক-সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দরা ও উপস্থিত ছিলেন। গোবর জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে পরিস্কার করার পাশাপাশি ওড়ানো হয় কালো বেলুন।
বঙ্গের রাজনীতিতে মাঝে মধ্যেই সিঙ্গুর ইস্যু প্রাসঙ্গিক হয়ে ওঠে। সিঙ্গুরে শিল্প বনাম কৃষি দুয়ের লড়াই আজও অব্যাহত। সদ্য প্রয়াত রতন টাটা যিনি সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা করার স্বপ্ন দেখেছিলেন তাঁর প্রয়াণে বিগত কয়েকদিন ধরে আবারও চর্চায় সিঙ্গুর। গতকালই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রতন টাটার প্রয়াণে মৌন মিছিল করেছেন সিঙ্গুরের গোপালনগরে। প্রস্তাবিত ন্যানো কারখানার জমির পাশ দিয়ে গিয়ে সভা মঞ্চ থেকে বর্তমান রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ ও করেন তিনি।
সিঙ্গুরে না হয়েছে শিল্প না হচ্ছে চাষবাস, এই অভিযোগ তুলে সিঙ্গুরে টাটা কারখানা না হওয়ার জন্য সরাসরি তৃণমূলকেই আক্রমণ সানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। গতকালকে শুভেন্দু অধিকারীর শোক মিছিলের পর আজ সেই সভাস্থল এলাকা শুদ্ধিকরণ করা হল। সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার কৃষকরা ছাড়া উপস্থিত ছিলেন সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বে ও কর্মীবৃন্দরা। গোবর জল ছিটিয়ে ঝাঁট দেবার পাশাপাশি গঙ্গাজল ছড়িয়ে এলাকার শুদ্ধিকরণ করার কাজ করা হয়। পাশাপাশি কালো বেলুন ওড়ানো হয় জমির পাশে।
গোপালনগরের কৃষক অমিয় ধারা জানান,'শুভেন্দু অধিকারী সিঙ্গুরের পবিত্র মাটিতে এসে কালিমালিপ্ত করেছেন, তাঁর অশুভ ছায়া সিঙ্গুরে পড়েছে। তাই আমরা সিঙ্গুরের মাটিকে শুদ্ধ করতে গোবর জল দিয়ে ঝাঁটা দেওয়া হয়েছে। আর তাঁর কালো ছায়াকে কালো বেলুন দিয়ে আকাশে উড়িয়ে দিয়েছি।' সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আনন্দ মোহন ঘোষ বলেন, ২০০৬সালে সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে মমতার আন্দোলন মঞ্চ থেকে টাটার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। আর আজ সিঙ্গুরে এসে টাটাদের হয়ে কথা বলছেন। এনাদের অনেক মুখ, কোনটা মুখোশ আর কোনটা মুখ তা বোঝা যায় না। এরা রাজনৈতিক কারবারী। রাজনৈতিক লাভের জন্য এখানে এসেছিল মানুষকে বিভ্রান্ত করতে। তাই এখানকার মানুষ গঙ্গাজল ছিটিয়ে প্রতিবাদ জানিয়েছে।'
আরও পড়ুন, সোমবার পর্যন্ত ডেডলাইন মুখ্যমন্ত্রীকে, না মানা হলে মঙ্গলবার সর্বাঙ্গীন স্বাস্থ্য ধর্মঘটের কথা
শুদ্ধিকরণ কর্মসূচীকে কটাক্ষ করেছে বিজেপি । বিজেপি সিঙ্গুর বিধানসভা কনভেনার মধুসূদন দাস জানান, 'গতকাল শুভেন্দু অধিকারী বেচারাম বাবুদের ছাল ছাড়িয়ে নুন দিয়েছেন। তাতে তাদের গরম জল পরার মতো হয়েছে। জমি আন্দোলনকে হাতিয়ার করে সিঙ্গুর বাসীর হাতে বাটি ধরিয়ে নীল বাতি চেপে ঘুরে বেড়াচ্ছেন ও কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে শুভেন্দু অধিকারী কাল বলেছেন। তাই তার বিভ্রান্ত হয়ে পড়ে এই ধরণের কর্মসূচি করেছেন। আমরা বলতে পারি যেদিন সিঙ্গুর থেকে বেচাবাবুরা বিদায় নেবে সেইদিন সিঙ্গুরবাসীরা গঙ্গাজল দিয়ে সিঙ্গুরে পবিত্র করবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।