Hooghly Weather Update: আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া? জেনে নিন
Weather Update for Hooghly: আজ সকাল থেকেই মেঘ-রোদের খেলা চলছে হুগলির জেলার বিভিন্ন এলাকায়। বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে কিছু অংশে। চড়া রোদের সঙ্গে দোসর অত্যধিক আর্দ্রতা।
হুগলির আজকের আবহাওয়া (Hooghly Weather): আজ সোমবার ১৮ জুলাই, ২০২২- হুগলির আবহাওয়া কেমন জেনে নিন। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ প্রায় ৭৪ শতাংশ। আকাশ আংশিক মেঘলা থাকলেও মাঝে মাঝেই ঝলমলে রোদ দেখা গিয়েছে। বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা হাল্কা বৃষ্টি হয়েছে হুগলি জেলার বেশ কিছু অংশে। আর্দ্রতার পরিমাণ অত্যধিক বেশি হওয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি হলেও বাস্তবে অনুভূত হচ্ছে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। এর পাশাপাশি চড়া রোদের তেজে হাঁসফাঁস অবস্থা হুগলিবাসীর। আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে হুগলির বিভিন্ন এলাকায়। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও হুগলি জেলায় আবহাওয়া প্রায় একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা এখনই নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আরও দু’দিন গরমই থাকবে উত্তরবঙ্গে। তারপর বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। সোমবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।
আরও পড়ুন- হাওড়ার বাসিন্দা? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?