WB Municipal Election Results 2022: ইভিএম থেকে তথ্য উদ্ধার করা যায়নি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত শ্রীরামপুরের বুথে
Sreerampore Municipality Result : প্রসঙ্গত, শ্রীরামপুর পুরসভায় ২৯ টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। বামেরা দুটি, কংগ্রেস ১টি ও অন্যান্যরা ২ টি আসনে জিতেছে।
রুমা পাল, কলকাতা : ইভিএম থেকে তথ্য উদ্ধার করা যায়নি, যার জেরে শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। ৪ মার্চ পুনর্নির্বাচনের পর ওইদিনই ফলঘোষণা, খবর কমিশন সূত্রে। ইভিএমে তথ্যবিভ্রাটের জেরে তৃণমূল ও নির্দল প্রার্থীর ভোটের পরিসংখ্যান বদলে যেতে পারে এই আশঙ্কাতেই এমন সিদ্ধান্ত। ইভিএমে ভোট পড়েছে ৭১৩টি। যার মধ্যে তৃণমূল প্রার্থী ২৭৬ ভোটে এগিয়ে। যেখানে আরও কয়েকটি ভোট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করতে পারে, সেই কারণেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত। প্রসঙ্গত, শ্রীরামপুর পুরসভায় ২৯ টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। বামেরা দুটি, কংগ্রেস ১টি ও অন্যান্যরা ২ টি আসনে জিতেছে।
সাইক্লোন। সুনামি। বঙ্গে পুর-রঙ্গে সবুজ ঝড়। সকালে ইভিএমে (EVM) ভোটগণনা (Vote Counting) শুরুর পর থেকেই পুরভোটে (WB Municipal Election) তৃণমূলের (TMC) দাপট ক্রমশ বোঝা যাচ্ছিল, বেলা গড়াতে গড়াতে দেখা গেল শাসকদলের একাধিপত্য। ১০৮ পুরভোটের মধ্যে ১০২টি-ই দখল করল ঘাসফুল শিবির। আগেই দিনহাটা বিরোধীশূন্য হওয়ায় গিয়েছিল তৃণমূলের দখলে। এদিন যে ১০৭ টি পুরসভার গণনা হয়েছে সেখানে ১০১টি-ই তৃণমূলের দখলে। যার মধ্যে ৩১টি পুরসভা বিরোধীশূন্য।
আরও পড়ুন- সরাসরি দেখুন পুরভোটের ফলাফলে সব আপডেট
দার্জিলিং, তাহেরপুর, এগরা, বেলডাঙা ও চাঁপদানি এই পাঁচটি পুরসভা শুধুমাত্র দখল করতে ব্যর্থ হল তৃণমূল। নদিয়ার তাহেরপুর পুরসভা (সিপিএম-৮, তৃণমূল-৫) দখল করেছে সিপিএম । দার্জিলিং পুরসভা (হামরো-১৭, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা-৮, গোর্খা জনমুক্তি মোর্চা-৪, টাই-১ (হামরো ও তৃণমূলের)) দখল করেছে হামরো পার্টি। আর চাঁপদানি পুরসভা ( তৃণমূল ১১, নির্দল ১০, কংগ্রেস ১), এগরা পুরসভা ( তৃণমূল ৭, বিজেপি ৫, কংগ্রেস ১, নির্দল ১), বেলডাঙা পুরসভা ( তৃণমূল ৭, বিজেপি ৩, নির্দল ৪) ও ঝালদা পুরসভা (তৃণমূল-৬, কংগ্রেস-১, নির্দল-২ (ভোটে জেতার পরই একজন নির্দল তৃণমূলে যোগ দেন)) হয়েছে ত্রিশঙ্কু।
পুরসভা জয়ের নিরিখে খাতাই খুলতে পারেনি বিজেপি। অর্জুন সিংহের গড় ভাটপাড়া পুরসভা, দিলীপ ঘোষের গড় খড়গপুর পুরসভা, অধিকারী পরিবারের গড় কাঁথি পুরসভা, সুকান্ত মজুমদারের গড় বালুরঘাট পুরসভা তৃণমূলের দখলে গিয়েছে। অপরদিকে অধীর চৌধুরীর গড় বহরমপুর পুরসভাও তৃণমূলের দখলে।