Hooghly Family Tragedy:তারকেশ্বরে মা-দিদিকে পুড়িয়ে 'খুন', পরে আত্মঘাতী ছেলেও
Tarkeshwar News:: একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু ঘিরে তীব্র আলোড়ন তারকেশ্বরের চাঁপাডাঙ্গায়। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, মা ও দিদিকে খুন করে আত্মঘাতী হন ছেলে।
সোমনাথ মিত্র, তারকেশ্বর: একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু ঘিরে তীব্র আলোড়ন তারকেশ্বরের চাঁপাডাঙ্গায়। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, মা ও দিদিকে (Youth Murders Mother And Sister) খুন করে আত্মঘাতী হন ছেলে (Youth Suicide In Hooghly)। কিন্তু কেন এমন করলেন তিনি? তদন্ত শুরু করেছে পুলিশ।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিজলি মাইতি (৫৪), সুজাতা মাইতি (৩১) এবং শুভম মাইতি (২৭)। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে কিছুটা আন্দাজ করা সম্ভব হবে। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে মা বিজলি ও দিদি সুজাতাকে আগুনে পুড়িয়ে আত্মঘাতী হন বছর সাতাশের শুভম। কেন এমন করলেন তিনি? জানার চেষ্টা করছে পুলিশ। আচমকা এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া। কিছুটা থমকেও গিয়েছেন সকলে।
ভয়াবহ ঘটনা নিউটাউনে...
গত মাসের শেষ দিকে এরকমই ভয়াবহ ঘটনা ঘটেছিল নিউটাউনে। সেখানে এক বহুতলে এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকে দম্পতির মেয়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নিউটাউনের নারায়ণপুরে। ঋণ শোধ করতে না পেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী ওষুধ ব্যবসায়ী, অনুমান পুলিশের। মেয়েকেও ধারাল অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয় হাসপাতালে। বস্তুত, রাজ্যে গত কয়েকমাস ধরেই একাধিক খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক ইস্যুগুলি বাদ দিলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই খুনের ঘটনার পিছনে কোনও না কোনও পারিবারিক ইস্যুর কথা জানা যায়। 'বিবাহ বহির্ভূত সম্পর্ক'-র জেরে খুনের ঘটনাও এখন আর নতুন নয়। অতীতে ফিরে দেখলে বসিরহাট-নদিয়া-সহ একাধিক বিভীষিকাময় উদাহরণ উঠে আসবে। বিরিয়ানি খাইয়ে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার সাক্ষীও এরাজ্যই। সম্প্রতি মাদক মিশিয়ে জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকায়। তা ছাড়া, গত কয়েক মাসে একাধিক অপরাধের ঘটনা ঘটে আনন্দপুরে। আনন্দপুরে একটি আবাসনে এক বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার হয়। এই আনন্দপুরেই ৫ কোটি টাকা হাতাতে গণধর্ষণের ভুয়ো অভিযোগ ওঠে। নাতনিকে বিক্রির অভিযোগে দাদু ও সৎ দিদিমা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তার পর আবার শ্বশুরবাড়ির বিরুদ্ধে জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ ফের শিরোনামে আসে আনন্দপুর।
আরও পড়ুন:দোরগোড়ায় আরও একটা ভোট, এখনও মেলেনি ২০২১-এর নির্বাচনের টাকা, বকেয়ার দাবিতে সরব ঠিকাদাররা