Siliguri News : 'ভাড়া বাড়িতে অসামাজিক কাজকর্ম', ভর সন্ধেয় উদ্ধার নার্সের ঝুলন্ত দেহ
দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়তে হয় শিলিগুড়ি থানার পুলিশকে। ইটবৃষ্টিও হয়।
বাচ্চু দাস, শিলিগুড়ি : আরজি কর মেডিক্যালের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য, দেশ। তারই মধ্যে শিলিগুড়িতে এর নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শিলিগুড়ির মিলন পল্লিতে ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার হয় বছর ২৫-এর তরুণীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় উদ্বেগে এলাকার মানুষ।
দার্জিলিঙের বাসিন্দা অর্চনা থাপা শিলিগুড়ির একটি নার্সিংহোমে কর্মরত ছিলেন। মিলন পল্লির একটি বহুতলে কয়েকজনের সঙ্গে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন ওই নার্স। স্থানীয়দের দাবি, গতকাল রাতে অ্যাম্বুল্যান্স এনে দেহ পাচারের চেষ্টা হয়। তাঁরাই আটকে দেন।মৃত নার্স দার্জিলিংয়ের স্থায়ী বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি শিলিগুড়িতেই থাকতেন। খালপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত বেশ কয়েকজন কর্মচারীরা মিল মিলনপল্লী এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ সেই বাড়ির বাথরুমে নার্সের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। ঝুলন্ত অবস্থায় সেই দেহ দেখে বাকি আবাসিকরা খবর দেন বাড়ির মালিককে।
স্থানীয়দের দাবি, এই মৃত্যুর বিষয়ে পুলিশকে না জানিয়েই অ্যাম্বুলেন্স ডেকে মৃতদেহ পাচারের চেষ্টা করছিল বাড়ির মালিক। পরবর্তীকালে স্থানীয় কাউন্সিলর ও স্থানীয়রা মিলে পুলিশকে খবর দেন।
ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এই বাড়িতে বিভিন্ন রকম অসামাজিক চলত। যদিও বা বারবার অভিযোগ করা সত্ত্বেও কর্ণপাত করেননি বাড়ির মালিক।
দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়তে হয় শিলিগুড়ি থানার পুলিশকে। ইটবৃষ্টিও হয়। ইটের ঘায়ে এক পুলিশ কর্মী জখম হন। নার্সিংহোমের মালিককে ঘটনাস্থলে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, এই বহুতলে অসামাজিক কাজ হত। অপরিচিত লোকজনের যাতায়াত ছিল। নার্সের মৃত্যুর পিছনে রহস্য থাকতে পারে বলে আশঙ্কা। অভিযোগ খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
অন্যদিকে আরেকটি হড় অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মহিলা ওয়ার্ডে। হাসপাতালের মধ্যেই উঠল শ্লীলতাহানির অভিযোগ। পাথরপ্রতিমায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মহিলা ওয়ার্ডে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। চালককে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু। অন্যদিকে ছাত্রীর সঙ্গে অ্যাম্বুলেন্স চালকের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গিয়েছে।