Howrah Train Disruption: এই রুটে বন্ধ ট্রেন চলাচল! বাড়ি ফিরতে চরম ভোগান্তি যাত্রীদের
Howrah Amta Route:সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বড়গাছিয়া স্টেশনে কাছে ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। তার জেরেই থমকে যায় ট্রেন।
সুনীত হালদার, হাওড়া: রেলের ওভারহেড তারে ভেঙে পড়েছে গাছের ডাল। তার জেরেই মুখ থুবড়ে পড়ল ট্রেন চলাচল।
দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বড়গাছিয়া স্টেশনে কাছে ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। তার জেরেই থমকে যায় ট্রেন। আপ লাইনের একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কাজের দিনে এমন ঘটনায় প্রবল সমস্যায় পড়েছেন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন যে এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রেলের টাওয়ার ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছে। ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
টিকিয়াপাড়া স্টেশনে উঠল অবরোধ। রেল লাইনে বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান রেল যাত্রীরা। ঠিক সময়ে মেলে না ট্রেন, ট্রেন এলেও চলে ধীর গতিতে, অভিযোগ রেল যাত্রীদের। তারই প্রতিবাদে রেল অবরোধ। অবরোধের জেরে ভোগান্তির শিকার হন অফিস ফেরত যাত্রীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যে- প্রমাণ পেতেই ক্ষুব্ধ বিচারক! ভরা আদালতে এ কী বললেন?