Howrah News: বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা, ছিনতাই লক্ষাধিক টাকা
Crime News: হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত চাপাতলা সর্দারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। প্রায় ২ লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ
সুনীত হালদার, হাওড়া: ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। হাওড়ার (Howrah) সাঁকরাইলে বাড়ির কাছেই প্রাণঘাতী হামলা শিকার হলেন এক ব্যবসায়ী। হামলায় জখম করে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করল দুষ্কৃতীরা। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা করে দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাত বারোটা নাগাদ হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত চাপাতলা সর্দারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। বুধবার দুপুর পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কী অভিযোগ:
পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাত বারোটা নাগাদ প্রতিদিনের মত বেকারি ব্যবসায়ী আসলাম মোল্লা দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে চাপাতলার সর্দারপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় দুইজন বাইকআরোহী দুষ্কৃতী বাড়ির কাছাকাছি তাঁকে পিছন থেকে বাঁশ দিয়ে মাথায় মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। এরপর ধারাল অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করা হয়। তারপর দুষ্কৃতীরা টাকার ব্যাগ ছিনিয়ে মোটরবাইকে চেপে চম্পট দেয় বলে অভিযোগ। পরে আসলামের এক আত্মীয় বাড়ি ফেরার সময় দেখেন মাটিতে একটি ফোন পড়ে রয়েছে। ওই ফোনে আলো জ্বলায় সেটি তাঁর চোখে পড়ে। ফোন ধরে ওয়ালপেপারে আসলামের ছবি দেখে ফোনটি চিনতে পারেন তিনি। তারপর বাড়ির দিকে এগোতেই তিনি দেখেন বাড়ির কাছাকাছি আসলাম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তা দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করলে পড়শিরা জড়ো হন। বাড়ির লোক ও পড়শিরা তাঁকে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ। ওই হাসপাতলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এই হামলার ঘটনায় ওই ব্যবসায়ী এবং তাঁর গোটা পরিবার প্রবল আতঙ্কে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ:
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দুষ্কৃতীদের দাপট বেড়েছে। রাতে ছিনতাইয়ের ঘটনা বাড়ায় তাঁরা যথেষ্ট আতঙ্কিত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। দ্রুত ওই এলাকায় পুলিশের কড়া নজরদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। প্রয়োজনে পুলিশি পাহারার দাবিও জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রাণ কাড়ল সেলফি, ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার