Howrah News: বাগনানে বেপরোয়া লরির ধাক্কা, মৃত্যু SI ও হোম গার্ডের
Howrah Accident: লরির ধাক্কায় মৃত্যু হয় বাগনান থানার সাব ইন্সপেক্টর সুজয় দাস ও হোম গার্ড পলাশ সামন্তর। লরি সমেত চালক পলাতক।
সুনীত হালদার, বাগনান: হাওড়ার (Howrah) বাগনানে মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশের পেট্রোলিং ভ্যানের পিছনে লরির ধাক্কা। ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে দুর্ঘটনায় একজন সাব-ইন্সপেক্টর ও একজন হোম গার্ডের মৃত্যু। দুর্ঘটনায় আরও ৩ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।
বাগনানে দুর্ঘটনা: হাওড়ার বাগনানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত SI ও হোম গার্ডের। পুলিশের গাড়ির চালক-সহ আরও ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজন উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি, ২ জনকে SSKM-এ স্থানান্তরিত করা হয়েছে। গতকাল রাত ৩টে নাগাদ বাগনানের বরুন্দায় ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনে দাঁড়িয়েছিল পুলিশের পেট্রোলিং ভ্যান। চালক-সহ ৫ জন ছিলেন। সেই সময় কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে যাওয়ার পথে, বেপরোয়া লরি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। লরির ধাক্কায় মৃত্যু হয় বাগনান থানার সাব ইন্সপেক্টর সুজয় দাস ও হোম গার্ড পলাশ সামন্তর। লরি সমেত চালক পলাতক।
এর আগে বর্ষবরণের রাতে পেট্রোলিংয়ের সময়, পুরুলিয়ায় বেপরোয়া সরকারি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ট্রাফিক পুলিশের এক কর্মীর। মৃত কনস্টেবলের নাম বাবলু গড়াই। বাড়ি বাঁকুড়াতেই। ১ জানুয়ারি রাত দেড়টা নাগাদ পুরুলিয়া শহরের রাঘবপুরে পুরুলিয়া-বাঁকুড়া ৬০ (A) জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছিল। পেট্রোলিংয়ের সময় পুরুলিয়ার DSP ট্রাফিক এবং আরও চার পুলিশ কর্মীকে ধাক্কা মারে রাজ্য সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টের গাড়ি। গুরুতর আহত হন DSP ট্রাফিক মিহির দে-সহ আরও চার ট্রাফিক পুলিশ কর্মী। কনস্টেবল বাবলু গড়াইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে দুর্গাপুরের মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। DSP ট্রাফিক-সহ বাকি আহতদের পুরুলিয়া দেবেন মাহাতো সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
একইদিনে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পদ্মেরহাটে ট্রাকে ধাক্কা মেরে মৃত্যু হয় এক বাইক চালকের। গুরুতর আহত হন বাইকের আরও দুই আরোহী। তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৩ বছরের বাইক চালক সিরাজুল মণ্ডলের। সিরাজুল বকুলতলা থানার উত্তর পদুয়া ঘোষালের চকের বাসিন্দা। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Purulia News: পুরুলিয়া জেলা Congress-র নামে তৈরি ফেসবুক পেজ হ্যাকড, স্টোরি খুললেই দেখা যাচ্ছে..