Howrah: ক্রেতা সেজে উদ্ধার চোরাই জিনিস, পুলিশের হাতে গ্রেফতার ৩
Howrah Police:উলুবেড়িয়া থানার পুলিশ ক্রেতা সেজে উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় একটি আবাসনে হানা দেয়।
সুনীত হালদার, হাওড়া: খবর ছিল চোরাই জিনিস বিক্রি করার জন্য খদ্দের খোঁজা হচ্ছে। চুরির জিনিস উদ্ধারও করতে হবে, ধরতে হবে অপরাধীদেরও। দুটি কাজ একইসঙ্গে করতে হবে। তাই সেভাবেই পরিকল্পনা করেছিল পুলিশ। সেই পরিকল্পনা মতোই ক্রেতা সেজে হাজির হল উলুবেড়িয়া থানার পুলিশ। চুরির জিনিস উদ্ধার তো হলই, তারই সঙ্গে ধরা পড়ল অপরাধীরাও।
কোথায় চুরি হয়েছিল?
পুলিশ জানাচ্ছে, সম্প্রতি উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি গিয়েছিল বেশ কিছু জিনিস। সেই তালিকায় ছিল ১৪টি ICU ভেন্টিলেটর ও আরও কিছু সরঞ্জাম। সূত্রের খবর চুরি যাওয়া মেশিনের মূল্য প্রায় ১ কোটি টাকা। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ক্রেতা সেজে উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় একটি আবাসনে হানা দেয়। সেখানে ২ জন যুবককে গ্রেফতার করা হয়। ICU ভেন্টিলেটর মেশিন-সহ সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ওই বেসরকারি হাসপাতাল থেকে আরও এক যুবককে রবিবার গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, এই ২ যুবক উলুবেড়িয়ার ওই বেসরকারি হাসপাতালে আগে কাজ করত। পরে যাকে ধরা হয়েছে সে এখন কাজ করে ওই হাসপাতালে।
কী ভাবে বহুমূল্যের চিকিৎসা সরঞ্জাম হাসপাতাল থেকে বের করা হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আর কে কে যুক্ত আছে তার খোঁজ করছে তার এবং পাশাপাশি বাকি মেশিন এবং চিকিৎসা সরঞ্জামের খোঁজের জন্য তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
আরও পড়ুন: 'সিজারের স্ত্রী আইনের ঊর্ধ্বে, কার্তিকের স্ত্রী নয়', আরও মারাত্মক অভিযোগ শুভেন্দুর