Howrah Station: সিগন্যাল বিভ্রাট, হাওড়া স্টেশনে আটকে যাত্রীরা, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
Howrah Station Train Cancel: যাত্রীদের ভোগান্তি জেনেও নেই কোনও ঘোষণা। দক্ষিণ পূর্ব রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন যাত্রীদের।

অরিত্রিক ভট্টাচার্য এবং সুনীত হালদার, হাওড়া: সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম ব্যর্থতার কারণে হাওড়া স্টেশন থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময় বদলের হওয়ার কারণে যাত্রী ভোগান্তি চরমে। হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে এই গরমে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন। কেউ কেউ গতকাল রাত থেকেই হাওড়া স্টেশনে রয়েছেন। ট্রেন কখন আসবে, কখন ছাড়বে জানেন না কেউ-ই। রেল কর্তৃপক্ষ জানিয়েছে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং কাজ চলার কারণে এই ভোগান্তি।
এদিকে, হাওড়া থেকে সাঁতরাগাছি যেতে সময় লাগছে নূন্যতম দেড় ঘন্টা। যাত্রী অসুবিধা জেনেও চুপ দক্ষিণ পূর্ব রেল। যাত্রীদের ভোগান্তি জেনেও নেই কোনও ঘোষণা। দক্ষিণ পূর্ব রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন যাত্রীদের।
রবিবার সাত ঘণ্টার পূর্ণ ট্রাফিক ব্লকের মধ্যে ৫৩৩টি রুটের ইন্টারলকিং কমিশন করা হয়। এই কাজের সঙ্গে যুক্ত ছিল ইয়ার্ড রিমডেলিং, প্ল্যাটফর্ম বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ লাইন কাটা। পরিকল্পনা মাফিক এই উন্নয়নমূলক কাজ মোট ১৮ দিনে সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ। ৩০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ছিল ১৩ দিনের প্রি-টু-প্রি এনআই পর্ব, তারপর ১৩ থেকে ১৭ মে পর্যন্ত চলেছে পাঁচ দিনের প্রি-এনআই, এবং এদিন ১৮ মে ছিল মূল এনআই ও কমিশনিংয়ের দিন।
এই প্রযুক্তিগত উন্নয়নের ফলে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির গতি ও সময়ানুবর্তিতা বাড়বে, তেমনই বড় ট্রেনগুলিও সাঁতরাগাছিতে সহজে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছিল রেল।
যদিও সোমবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের এই সিস্টেমে সিগন্যাল সিস্টেম ফেলিওর হয়ে যায়। যার জেরে চূড়ান্ত দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। স্টেশনে নেই ঘোষণা। এমনকি অন বোর্ড ঘোষণাও নেই। যার জেরে নাকাল হচ্ছেন যাত্রীরা।
দেরিতে ছাড়ছে হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত। দেরিতে ছাড়ছে হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-ব্যাঙ্গালোর ও হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস। বাতিল হয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস।


















