Private School Vaccation: সরকারি আর্জিকে উপেক্ষা, সিএনআই-এর অধীন কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত
আবহাওয়ার উন্নতি, পড়ুয়াদের ২ বছর ক্ষতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত এবিপি আনন্দকে জানালেন কলকাতার বিশপ।
কলকাতা: সরকারি (West Bengal Goverment) আর্জিকে উপেক্ষা, স্রোতের বিরুদ্ধে হেঁটে স্কুল খুলছে শহরে। পড়ুয়াদের কথা ভেবে সোমবার থেকে স্কুল খুলছে শহরে। সিএনআই-এর অধীন কলকাতার (Kolkata) সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। খুলছে লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, স্কটিশ চার্চ কলেজিয়েট, সেন্ট জেমসের মতো স্কুলগুলি। আবহাওয়ার উন্নতি, পড়ুয়াদের ২ বছর ক্ষতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত। এবিপি আনন্দকে জানালেন কলকাতার বিশপ।
গরমের ছুটি: ২৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে গরমের ছুটি (Summer Vaccation)। আরও ১১ দিন বেড়েছে স্কুলের গরমের ছুটি (Summer Vacation)। প্রবল গরমের কারণে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল শিক্ষা দফতর (Education Department)। সম্প্রতি গরম ও আর্দ্রতার কারণে রাজ্যে একাধিক মৃত্যু হয়েছে। পরিস্থিতির কথা বিবেচনা করেই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। সরকার জানায় পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (kalimpong) ছাড়া রাজ্যের সব জেলার জন্য জারি এই নির্দেশিকা। এর আগে ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল। তারপরে, সোমবার ফের সেই ছুটির সময়সীমা বাড়ানো হল। এবার আরও ১১ দিন ছুটি বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত রাজ্যের স্কুলে গরমের ছুটি থাকবে। নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশ। এই নির্দেশিকাই শেষ পর্যন্ত থাকলে ২৭ জুন, সোমবার খুলতে পারে স্কুল। সরকারি স্কুলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও ওই স্কুলগুলির কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। বেসরকারি স্কুলগুলিও এই সিদ্ধান্ত মেনে নিক, সেই আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন: WBJEE Result 2022: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফল
অনলাইনের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত: দেড় মাসের গরমের ছুটির পর, ফের ১১দিন ছুটি। রাজ্য সরকারের এই নির্দেশ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সরকারি ও সরকার অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে এই বর্ধিত গরমের ছুটি কার্যকর হয়েছে। ICSE ও CBSE অনুমোদিত স্কুলগুলিকেও বিজ্ঞপ্তির কপি পাঠায় রাজ্য সরকার (West Bengal Governmnet)। কিন্তু, এত লম্বা গরমের ছুটির পর, ফের ছুটি দিতে নারাজ শহরের একাধিক বেসরকারি স্কুল। এই পরিস্থিতিতে অধিকাংশ বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলই অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।