Income Tax Raid: পেরিয়েছে ৩১ ঘণ্টা, টানা তল্লাশি তৃণমূল কাউন্সিলরের হোটেলে, কীসের খোঁজ?
TMC: কলকাতা পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের হোটেল ম্যারাথন তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শাসক দলের সম্পত্তির উপর নজর আয়কর দফতরের। কলকাতা পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের হোটেল ম্যারাথন তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।
কোথায় তল্লাশি:
কলকাতা পুরসভার ৫৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমিরুদ্দিন ববি। এজেসি বোস রোডে আমিরুদ্দিন ববির একটি হোটেল রয়েছে। সেই হোটেলেই চলছে তল্লাশি। এক-দুই ঘণ্টা নয়। ৩১ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছে ওই কাউন্সিলরের হোটেলে। বুধবার সকাল ৮টা থেকে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।
আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি কাউন্সিলর আমিরুদ্দিন ববির। গতকাল সকাল আটটা থেকে বাড়িতে আয়কর দফতরের তল্লাশি চলছে। সিআরপিএফ দিয়ে বাড়ি ঘিরে রেখে চলছে আয়কর দফতরের তল্লাশি। বারবার ফোন করলেও মেয়র পারিষদ আমিরুদ্দিন ববির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও তল্লাশি:
গতকাল থেকেই সারা দেশে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। বাংলাতেও নানা জায়গায় তল্লাশি চলেছে। সেই ঘটনাতেও ফের রাজ্যে উদ্ধার হল বিপুল বিপুল নগদ। তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়িতে মিলল বিপুল পরিমাণ নগদ।
মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। বুধবার দিল্লি, কলকাতা, মুর্শিদাবাদে অভিযান চালান আয়কর দফতরের অফিসাররা। আয়কর দফতর সূত্রে জানা গেছে, ৩টি জায়গা থেকে এ পর্যন্ত ১৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, অফিস, কারখানা ও গুদাম থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১১ কোটি টাকা। এর মধ্যে রাইস মিল থেকে উদ্ধার হয়েছে ৯ কোটি। তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২ কোটি টাকা। এত টাকা কোথা থেকে এল? এভাবে নগদ টাকা কেন লুকিয়ে রাখা হয়েছিল? সবই খতিয়ে দেখছে আয়কর দফতর।
যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, থরে থরে সাজানো হয়েছে পাঁচশো টাকার নোটের বান্ডিল। জাকির হোসেনের বাড়ি-অফিসে তল্লাশি চালিয়ে যে নগদ উদ্ধার হয়েছে, এগুলি সেই নগদেরই ছবি বলে দাবি করা হয়েছে।