Murshidabad: জারি তল্লাশি, টানা ২৭ ঘণ্টা ধরে সুতির পতাকা বিড়ির সদর দফতরে অভিযান
একইসঙ্গে মির্জা গালিব স্ট্রিটে পতাকা বিড়ির কলকাতার সদর দফতরে চলছে তল্লাশি। সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে।
রাজীব চৌধুরী ও সুকান্ত মুখোপাধ্যায়: টানা ২৭ ঘণ্টা ধরে মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির সদর দফতরে অভিযান চালাচ্ছে আয়কর দফতর। গতকাল সকাল ৮টা থেকে তল্লাশি শুরু হয়। ধূলিয়ানের ডাকবাংলো এলাকায় পতাকা বিড়ির আরও একটি অফিসেও তল্লাশি চলছে।
জারি আয়কর দফতরের তল্লাশি: একইসঙ্গে মির্জা গালিব স্ট্রিটে পতাকা বিড়ির কলকাতার সদর দফতরে চলছে তল্লাশি। সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। বৈদেশিক লেনদেনের মাধ্যমে বিদেশেও টাকা পাঠানো হয়েছে। তল্লাশিতে জানা গিয়েছে, গত কয়েকবছরে একাধিক সংস্থায় বিনিয়োগ ও প্রচুর জমি কেনা হয়েছে। পতাকা প্রাইভেট ইন্ডাস্ট্রিজের বার্ষিক আয়ের সঙ্গে সম্পত্তির পরিমাণ মিলিয়ে দেখা হচ্ছে বলে আয়কর দফতর সূত্রে খবর।
হিসাব বহির্ভূত আয়, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ, বেসরকারি সংস্থা, পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের হেড অফিস সহ ৮টি অফিসে গতকাল তল্লাশি চালায় আয়কর দফতর। কলকাতা, মু্র্শিদাবাদ, বীরভূম, মালদা সহ বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালায় আয়কর দফতরের কর্মী- আধিকারিকরা। এদিন কলকাতার প্রধান কার্যালয়, ৫৭-র বি মির্জা গালিব স্ট্রিটের অফিসে চলে অভিযান। অফিসের কর্মী-সমর্থকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
আয়কর দফতর সূত্রে খবর, কলকাতার অফিস থেকে ১২টি কারেন্ট অ্য়াকাউন্ট ও প্রচুর ব্য়াঙ্কের নথি মিলেছে। অ্য়াকাউন্টগুলি যে ব্যাঙ্কের, সেই ব্য়াঙ্কের ম্য়ানেজারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য়দিকে, মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ ও ধূলিয়ান, ২ জায়গায় সংস্থার আধিকারিকদের বা়ড়ি ও অফিসে চলে অভিযান। আয়কর দফতর সূত্রে খবর, সংস্থার একাধিক অ্য়াকাউন্ট থেকে বিদেশে আর্থিক লেনদেন চলত। কাদের পাঠানো হত টাকা? উত্তর খুঁজছে আয়কর দফতর।
নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্য়াটে ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৫০ কোটি টাকা ও আরও কয়েক কোটি টাকার গয়না। এর আগে গত মাসে একই দিনে, তৃণমূলের দুই নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর। একজন, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। অন্যজন, কলকাতা পুরসভার ৫৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি। প্রায় দেড় দিন ধরে আয়কর তল্লাশি চালানো হয় তৃণমূলের মেয়র পারিষদের হোটেলে। আর জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও কারখানা থেকে উদ্ধার হয় 'কুবেরের ধন'। বাড়ি, অফিস, গুদাম, কারখানা এবং চালকলে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে দাবি করা হয়েছে।
আয়কর দফতর সূত্রে দাবি, একটি আলমারির ভিতরে, চালের বস্তা করে এভাবেই টাকা রাখা ছিল। তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি-সহ মুর্শিদাবাদের ১১টি ঠিকানায় একযোগে তল্লাশি চালায় আয়কর দফতর। তল্লাশি চালানো হয়, জাকির হোসেনের মালিকানাধীন মুর্শিদাবাদের মথুরাপুর গ্রামের শিব মিলস ইন্ডাস্ট্রিজে। আয়কর দফতর সূত্রে দাবি, এখান থেকে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার হয়। এছাড়াও, জাকির হোসেনের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি টাকা। সব মিলিয়ে, জাকির হোসেনের কারখানা ও বাড়ি থেকে মোট ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: Naushad Siddiqui: ফের খারিজ জামিনের আবেদন, আপাতত জেলেই থাকতে হচ্ছে নৌশাদ সিদ্দিকিকে