IT Raid : 'হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকি', এবার আয়কর দফতরের হানা প্রাক্তন তৃণমূল MLA র বাড়িতে
Income Tax Raid : আয়কর ফাঁকির অভিযোগে মঙ্গলবার থেকে ঝাড়খণ্ড, ওড়িশা-বাংলার ৮ জায়গায় হানা দেয় আয়কর দফতর। তল্লাশি চলছে রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা লোহা ব্যবসায়ী সোহরাব আলির ঠিকানায়।
কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ: ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর রাঁচির রেডিয়াম রোডের বাড়িতে আয়কর তল্লাশির আবহে আয়কর অভিযান এ রাজ্যেও। আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর ফাঁকির অভিযোগে মঙ্গলবার থেকে ঝাড়খণ্ড, ওড়িশা-বাংলার ৮ জায়গায় হানা দেয় আয়কর দফতর।
কালো টাকা সাদা করতে শপিং মলে বিনিয়োগ?
সূত্রের খবর, আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জের ৬-৭ জায়গায় তল্লাশি হচ্ছে। তল্লাশি চলছে রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা লোহা ব্যবসায়ী সোহরাব আলির ঠিকানায়। আগে লোহা ও লোহার ছাঁট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক। হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকি দেওয়ার অভিযোগেই এই আয়কর-হানা বলে সূত্রের খবর। আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সোহরাবের স্ত্রী নার্গিস বানো আসানসোল পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। মঙ্গলেই দুর্গাপুরে পৌঁছে যায় আয়কর দফতরের ৭০-৮০ জনের দল। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল থেকে দুর্গাপুর, আসানসোল, রানিগঞ্জের ৭টি জায়গায় ম্যারাথন তল্লাশি শুরু হয়েছে। একসময় লোহা ও লোহার ছাঁট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলি। পরে প্রোমোটিং শুরু করেন। আয় বহির্ভূত সম্পত্তি, আয়কর ফাঁকির অভিযোগের তদন্তের পাশাপাশি, কোথাও কোনও টাকা লুকোনো আছে কি না, খতিয়ে দেখছেন আয়কর দফতরের অফিসাররা। আসানসোলের ধরমপুরে লোহা ব্যবসায়ী সৈয়দ মহম্মদ ইমতিয়াজ আহমেদের অফিসেও চলছে আয়কর তল্লাশি। আয়কর দফতরের অভিযোগ, অনুপ মাঝি ওরফে লালা যেমন কয়লা-কারবার সামলাতেন, ঠিক তেমন ভাবেই ইমতিয়াজ সামলাতেন লোহার ব্যবসা। কালো টাকা সাদা করতে শপিং মলে বিনিয়োগ? খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা ।
পাহাড় প্রমান টাকা উদ্ধার
গত ৯ দিন ধরে ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের আস্তানায় চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে পাহাড় প্রমান টাকা। আলমারি ভর্তি বান্ডিল বান্ডিল নোট তো পাওয়া গিয়েইছে, এখন আধিকারিকদের সন্দেহ, পাতাললোকেও রয়েছে 'যকের ধন'। বাংলোর মাটির তলায় টাকার পাহাড় খুঁজতে সারভিলেন্স সিস্টেমের সাহায্য নিচ্ছে আয়কর দফতর । ৩৫৪ কোটির হদিশের পরে আয়কর নজরে ধীরজের বাংলোর ৪০টি ঘর! বাংলোর ৪০টি ঘরে কী আছে? তা দেখতে দিল্লি থেকে এসেছেন আরও আয়কর আধিকারিক। বান্ডিল বান্ডিল নোট, রাশি রাশি ঘর, সারি সারি গাড়ি, কংগ্রেস সাংসদের সম্পত্তি দেখে চোখ কপালে উঠেছে সারা দেশের। এছাড়াও কংগ্রেসের রাজ্যসভার এই সাংসদের বাংলোর ভিতরে রয়েছে ২১টি বিলাসবহুল গাড়ি। সব দেখে চক্ষু চড়কগাছ সকলের।
আরও পড়ুন: 'মোটা মাইনে'র কর্পোরেট-বাবুও লজ্জায় লাল হবেন এই ফুচকাওয়ালার আয় শুনে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।