TET: 'সন্দেহ আছে, সিবিআই কী করবে,' প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিট গঠনের নির্দেশ
'আমি চাই না এই তদন্তও সারদার মতো হোক। আমার এখনও সন্দেহ আছে, সিবিআই কী করবে! দুর্নীতির জন্য যারা চাকরি পাননি, তারা চাকরি পান, এটাই আমার ইচ্ছে।’
কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগে (TET) দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের (CBI) সিট (SIT)। সিবিআইয়ের (CBI) সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতির। এ দিন প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বিচারপতি বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বদলি করা যাবে না সিটের সদস্যদের। নিয়োগ-দুর্নীতির ছাড়া এখন আর কোনও মামলার তদন্ত করবে না সিট। এসিবির কলকাতা শাখার যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তদন্তে সিবিআইয়ের সিট গঠন করা হবে।
পাশাপাশি তিনি আরও বলেন, ‘আশা করব সিবিআই লক্ষণীয় পদক্ষেপ করবে। আমি চাই না এই তদন্তও সারদার মতো হোক। আমার এখনও সন্দেহ আছে, সিবিআই কী করবে! দুর্নীতির জন্য যারা চাকরি পাননি, তারা চাকরি পান, এটাই আমার ইচ্ছে।’ এবিষয়ে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, কোর্টের পর্যবেক্ষণ এবং আমরা সারদার-নারদার ক্ষেত্রেও আমাদের মনে হয় সঠিক তদন্ত হয়নি বা পরিণতি পায়নি। তদন্তের পরিণতির জন্যই এই সিট গঠন।
উপেন বিশ্বাসের আবেদনে সাড়া দিয়ে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে CBI’এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে জানালেন এই তদন্ত চলবে আদালতের নজরদারিতে।
বুধবার আদালতে প্রাথমিকের দুটি মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করে CBI।রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদও। মঙ্গলবারই অন্য একটি মামলার শুনানি চলাকালীন, সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে কার্যত হতাশা প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই প্রেক্ষাপটে বুধবার আদালতে CBI’এর আইনজীবী বলেন, আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই মামলাগুলো দেখছি। নতুন যুগ্ম অধিকর্তা এসেছেন, যিনি শুধুমাত্র এই মামলাগুলোই দেখছেন। আগামী কয়েক সপ্তাহ ঘটনাবহুল হতে চলেছে।
উল্লেখ্য, অন্যদিকে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থান-বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভের অনুমতি দিলেন বিচারপতি শম্পা সরকার। পর্যবেক্ষণে বিচারপতি মন্তব্য করেন, কলকাতা এখন সিটি অফ জয় থেকে সিটি অফ ডেমনস্ট্রেশনে পরিণত হচ্ছে। অবস্থান-বিক্ষোভের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেন উচ্চ প্রাথমিকের শতাধিক চাকরিপ্রার্থী। সেই মামলাতেই বিচারপতির এই নির্দেশ।
আরও পড়ুন: BJP MLAs : বিধানসভায় সাসপেশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে বিজেপির ৭ বিধায়ক