JU Bratya Basu Attack: আমেরিকান সেন্টারে হামলাকারীর সঙ্গে তুলনা, ১৮ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে গবেষক ছাত্র
Kolkata News: পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় বুধবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ক্য়াম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় ধৃত হিন্দোল মজুমদারের সঙ্গে, কলকাতার আমেরিকান সেন্টারে হামলাকারী জঙ্গি আফতাব আনসারির তুলনা টানলেন সরকারি আইনজীবী।
পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় বুধবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। যাদবপুরের বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তনী এবং স্পেন-ফেরত বাঙালি গবেষক হিন্দোল মজুমদারকে।বশিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গণ্ডগোলের সময় ভারত থেকে সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে ছিলেন হিন্দোল মজুমদার। কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হয়, স্পেনে বসে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার পরিকল্পনা করেন গবেষক হিন্দোল মজুমদার। কোথায় কীভাবে বিক্ষোভ হবে, এমনকী শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানোর নির্দেশও দেন তিনি। শুক্রবার ভোরবেলাই ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয় হিন্দোলকে। এরপর, এদিনই তোলা হয়, আলিপুর কোর্টে।
এদিন, শুনানির শুরুতেই হিন্দোল মজুমদারের ১০ দিনের পুলিশি হেফাজতের দাবি জানানো হয়। পাল্টা জামিনের দাবি তুলে হিন্দোলের আইনজীবী বলেন, যখন ঘটনাটা ঘটেছে, তখন হিন্দোল এখানে ছিলেনই না, স্পেনে ছিলেন। তখন জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী সৌরেন ঘোষাল বলেন, ব্রাত্য় বসুর গাড়িতে গন্ডগোলের ঘটনায় হিন্দোল মজুমদারই মূল চক্রী। আমেরিকান সেন্টারে হামলার সময়, আফতাব আনসারি যেমন দুবাইয়ে বসে পুরো পরিকল্পনা করেছিলেন, তেমনই, স্পেনে বসে হামলার ছক কষেছিলেন গবেষক হিন্দোল।
হিন্দোল মজুমদারের আইনজীবীরা সওয়ালে বলেন, গন্ডগোলের দিনের ঘটনায়, অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে FIR হয়েছিল। পুলিশ কেন ২ টো FIR করেছে? এক ঘটনায় ২টো FIR কেনয শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় আগে যাদের গ্রেফতার করা হয়েছিল, সকলের জামিন হয়ে গেছে। তারপর নতুন করে গ্রেফতার করা হল কেন? হিন্দোল মজুমদারের বিরুদ্ধে নির্দিষ্ট করে কী অভিযোগ রয়েছে? একজন স্পেনে বসে গবেষণা করছেন, তিনি কী করে অশান্তির পরিকল্পনা করতে পারেন? পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে যে গন্ডগোল পাকানো হয়েছিল, তা পূর্বপরিকল্পিত। শুধু শিক্ষামন্ত্রীর ওপর হামলা হয়েছে তা নয়, জাতীয় পতাকা পোড়ানো হয়েছে। পুরো ঘটনাটাার মূল চক্রী হিন্দোল মজুমদার। স্পেনে বসে তিনি পুরোটা করিয়েছেন। পাল্টা হিন্দোল মজুমদারের বিরুদ্ধে লুক আউট নোটিস জারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন, হিন্দোলের আইনজীবীরা। পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন, জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের বয়ানে উঠে এসেছিল হিন্দোলের নাম। সেখান থেকেই তাঁর জড়িত থাকার কথা জানা গেছে। এরপরই সরকারি আইনজীবী, কানহাইয়া কুমারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের রায়ের কপির কিছু লাইন উদ্ধৃত করেন। পাশাপাশি দাবি করেন গণ্ডগোলের দিন শিক্ষামন্ত্রীর বড় কিছু হতে পারত।হামলার পিছনে কী কারণ, মাস্টারমাইন্ড অন্য় কেউ কিনা তা জানার জন্য়, হিন্দোল মজুমদারের মোবাইল ফোন থেকে ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করতে চায় পুলিশ।
পাল্টা, সরকারি আইনজীবীর সওয়ালের প্রবল বিরোধিতা করে, হিন্দোল মজুমদারের আইনজীবী বলেন, কীভাবে তাঁর মক্কেল মাস্টারমাইন্ড হতে পারেন? তিনি তো ২ বছর ধরে স্পেনে গবেষণা করছেন। তখনই সরকারি আইনজীবী জঙ্গি আফতাব আনসারির তুলনা টানেন। বলেন, কলকাতায় না থেকেও আমেরিকান সেন্টারের ওপর হামলা চালিয়েছিলেন আফতাব আনসারি। দুবাইয়ে বসে গোটা হামলার ছক কষেছিলেন তিনি। তেমনই, স্পেনে বসেই যাদবপুরের ক্য়াম্পাসে হামলার পরিকল্পনা করেছিলেন হিন্দোল মজুমদার।
২০০২ সালের ২২ জানুয়ারি কলকাতায় আমেরিকান সেন্টারে জঙ্গি হামলায় নিহত হন ৫ পুলিশ কর্মী। সেই ঘটনার মূল চক্রী ছিল জঙ্গি আফতাব আনসারি। আফতাব দুবাই পুলিশের জালে পড়ে। তাকে ভারতে ফেরানো হয়। আফতাব সহ ৭ জনের বিরুদ্ধে খুন, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ষড়যন্ত্র-সহ বিভিন্ন ধারায় অভিযোগ আনে কলকাতা পুলিশ। শুনানি শেষে বিশেষ আদালত ৭ জনকেই ফাঁসির সাজা শোনায়। পরে হাইকোর্ট আফতাব আনসারির মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট আফতাবের প্রাণদণ্ডের সাজা কমিয়ে তাকে আজীবন জেলে বন্দি রাখার নির্দেশ দেয়।
ধৃত হিন্দোল মজুমদারের বাবা যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন অধ্যাপক। মা শাশ্বতী মজুমদার যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ারিংয়ের প্রাক্তন অধ্যাপক। দিদি দিল্লি আইআইটির প্রজেক্ট কোঅর্ডিনেটর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে বি-টেক করার পর স্কলারশিপ নিয়ে স্পেনে গবেষণা করতে যান হিন্দোল মজুমদার। এমন কৃতী ছেলের বিরুদ্ধে এই অভিযোগ, কিছুতেই মানতে পারছেন না মা-বাবা। ১৮ অগাস্ট পর্যন্ত, হিন্দোল মজুমদারের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।






















