Jadavpur University Chaos: যাদবপুরে অশান্তির পিছনে কে ? নতুন ফুটেজ দেখিয়ে বিস্ফোরক দাবি দেবাংশুর, 'মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বামেরা ..'!
Jadavpur University Chaos: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির পিছনে কে ? বিস্ফোরক অভিযোগ শোনা গেল এবার দেবাংশুর মুখে...

কলকাতা: যাদবপুরে অশান্তির নেপথ্যে বাম-মাও আঁতাঁতের অভিযোগ দেবাংশুর । যাদবপুরকাণ্ডে আগেই বামেদের তত্ত্ব উড়িয়েছেন, এবার 'মাওবাদীযোগ' নিয়ে বিস্ফোরক অভিযোগ শোনা গেল দেবাংশুর মুখে। 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম ছাত্র' অভিযোগে চারিদিকে যখন সকলে সরব, ঠিক তখনই গতকাল ফ্রেমে-ফ্রেমে অন্য় তথ্য় তুলে ধরেছিলেন দেবাংশু ভট্টাচার্য। বলেছিলেন, 'ছবিটি সম্পূর্ণভাবে মিথ্য়ে।' আজও সাংবাদিক বৈঠকে এসে আরও একধাপ এগিয়ে তিনি বললেন ,'মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বামেরা ..'।
'শিক্ষামন্ত্রী-অধ্যাপকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, সেটা সিপিএম এবং মাওবাদী একযোগে চালানো হামলা।' স্পষ্ট অভিযোগ করেছেন দেবাংশু ভট্টাচার্য। এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের ধাক্কা লাগার ঘটনা সেটা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তিনি। ওই ফুটেজ মিথ্য়ে, ভুয়ো বলেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি এদিন সাংবাদিক সম্মেন করে বলেন, ইন্দ্রানুজ বলে যে ছেলেটি, আহত হয়েছে, সেই ছেলেটিকে, আমরা মাওবাদী বলছিলাম বলে, অনেকেই আমাদের বিরোধী রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষ বলছিলেন, যে কোনও ছাত্রকে এইভাবে দাগিয়ে দেওয়া ঠিক নয় ইত্যাদি ইত্যাদি। দেখুন আমরা তাঁকে মাওবাদী বলছি না। হাতে ইন্দ্রানুজের ফেসবুক পোস্টের একটি প্রিন্ট আউট দেখিয়ে তিনি বলেন, ইন্দ্রানুজ নিজেই নিজেকে মাওবাদী বলছে। '
শনিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কী হয়েছিল? তা নিয়ে মুখোমুখি বাগযুদ্ধে তৃণমূল এবং সিপিএম। গতকাল ভিডিওর ফ্রেম দেখিয়ে, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছিলেন, যে ছবি দেখানো হচ্ছে, তা ভুয়ো। পাল্টা শনিবারের ভিডিও দেখিয়ে, সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য পাল্টা দাবি করেন, গাড়ির তলায় চাপা পড়েই জখম হন ছাত্র।যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ক্য়াম্পাসে ব্রাত্য় বসুর গাড়ির তলায় ছাত্র! উঠছে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রকে পিষে মারার চেষ্টার মতো চাঞ্চল্য়কর অভিযোগ! অতীতে বহুবার বহু ইস্য়ুতে উত্তপ্ত হলেও, এমন ঘটনা ক্য়াম্পাসে কখনও ঘটেছে কিনা, মনে করতে পারছেন না কেউই! কিনতু, শনিবার আদতে কী হয়েছিল? তা নিয়ে দাবি-পাল্টা দাবির লড়াইয়ে এখন সরগরম রাজ্য় রাজনীতি।
আরও পড়ুন, ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! কোন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত ? কাল কেমন থাকবে আবহাওয়া
একদিকে, ছবি দেখিয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন, এই ছবি সাজানো। স্কুটারে হোঁচট খেয়ে আহত হয়েছেন যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজ রায়।(ফেসবুক ভিডিও) তৃণমূল কংগ্রেসের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন ,'আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্য়া, ফটোশপ করে তৈরি করা।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
