Jadavpur University: 'কী লোকাতে চাইছে কর্তৃপক্ষ ?' বিক্ষোভে ABVP, বন্ধ করে দেওয়া হল গেট, ছাত্রী মৃত্যুতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় !
Jadavpur University Student Death ABVP Agitation :ছাত্রী মৃত্যুতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, বড় প্রশ্ন তুলল এবিভিপির কর্মী সমর্থকরা ..

কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ছাত্রী মৃত্যুতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। ৪ নম্বর গেটের সামনে বিক্ষোভে এবিভিপি। বন্ধ গেট, টপকে ভিতরে ঢোকার চেষ্টা এবিভিপির। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে স্লোগান এবিভিপির কর্মী সমর্থকদের। গেট বন্ধ করে দিল নিরাপত্তারক্ষীরা, দেওয়া হল তালা।
আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, ঘটনাস্থলে এবার গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক টিম
যদিও গেট বন্ধ করে দিলেও, বিশ্ববিদ্যালয়ের গেটের উপরে উঠেই দলীয় পতাকা আটকে দিল এবিভিপির কর্মী সমর্থকরা। এক প্রতিবাদী প্রশ্ন তুলেছেন, শুধু যাদবপুরেই কেন এই ধরণের ঘটনা ঘটনা ঘটবে ? এই জন্য এবিভিপি সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিচ্ছে, ক্যাম্পাসে গুন্ডামির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হবে। সিসিটিভি না বসালে এরপর দিন আমরা সিসিটিভি নিয়ে আমরা ক্যাম্পাসে ঢুকব।' অপর এক এবিভিপির কর্মী প্রশ্ন তুলে বলেন, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের গেট কেন বন্ধ হবে ? কেন শিক্ষা প্রতিষ্ঠানের গেট বন্ধ করছে যাদবপুর কর্তৃপক্ষ ? কী এমন লোকাতে চাইছে ? বড় প্রশ্ন দলীয় কর্মীর।
যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সিকিউরিটি ইনচার্জ মুকুলচন্দ্র দাস বলেন, 'প্রোগ্রামের ভিতরেই ছিলেন এবং প্রোগ্রামের ভিতরে থেকে কে কখন যেটা ছিল, ওখানে তো দেখলাম একটা বাথরুম আছে এবং ওখানে শুধু একটা লেডিস টয়লেট। ওখানে তো আর আমরা যাই না। ওখানে তো সচরাচর আমরা ঢুকি না। এবং অত রাতে আমাদের মহিলা নিরাপত্তারক্ষীও থাকেন না। 'গোটা ঘটনায় আরও প্রশ্ন উঠছে,আর্টস বিল্ডিংয় সংলগ্ন পার্কিং লট থেকে ঝিলপাড় ও ইউনিয়ন রুমের মাঝের গলিতে কীভাবে গেলেন ওই পড়ুয়া? একা গেছিলেন নাকি সঙ্গে কেউ গেছিলেন? সঙ্গে কেউ গিয়ে থাকলে, অনামিকার ঝিলে পড়ে যাওয়ার কথা কেউ টের পেল না? ঝিলেই বা পড়ে গেলেন কীভাবে?' প্রশ্ন উঠেছে।
মৃত পড়ুয়ার প্রতিবেশী বলেন, ওকে কেউ ডেকে কিছু করে ফেলেছে। কোনও ছেলে বন্ধু টন্ধু হয়তো ওকে কিছু অফার..বলেছে হয়তো রাখতে পারেনি কথাটা। ওকে হয়তো সেই করে...। গোটা ঘটনায় এমনই একাধিক প্রশ্নের উত্তর পেতে আপাতত ভরসা ময়নাতদন্তের রিপোর্ট। ছোট থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পাড়ায় নামডাক অনামিকার, বাড়িতে অসুস্থ মা। পড়াশোনার পাশাপাশি সমান তালে টিউশন পড়াতেন তিনি। এ হেন মেধাবী ছাত্রীর অকালমৃত্যুতে নিমতার বাড়িতেও শোকের ছায়া।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















