Jagadhatri Puja 2025: প্রথা মেনে ঐতিহ্যশালী জগদ্ধাত্রী পুজো শুরু বেলুড় মঠের সারদা পীঠে, শনিবার প্রতিমা নিরঞ্জন
Jagadhatri Puja 2025 In Belur Math Saradapith : আজ জগদ্ধাত্রী পুজোর নবমী, প্রথা মেনে ঐতিহ্যশালী জগদ্ধাত্রী শুরু হয়েছে বেলুড় মঠের সারদা পীঠে

কলকাতা: আজ জগদ্ধাত্রী পুজোর নবমী, আজ কুমারী পুজো, ধুনোপোড়া। সব মিলিয়ে সেজে উঠেছে সারা বাংলা। চিরাচরিত প্রথা মেনে ঐতিহ্যশালী জগদ্ধাত্রী শুরু হয়েছে বেলুড় মঠের সারদা পীঠে। বৃ্হস্পতিবার সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের বর্ষবর মাধ্যমে পুজো শুরু হয়েছে। আগামীকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুজো হবে। শনিবার নিরঞ্জন।
নিয়ম মেনে নিষ্ঠা সহকারে পুজো হচ্ছে মুদিয়ালির বসু বাড়িতে
নিয়ম মেনে নিষ্ঠা সহকারে পুজো হচ্ছে মুদিয়ালির বসু বাড়িতে। বিশেষ ভোগ, আরতি, মন্ত্রচারণ, সব মিলিয়ে একেবারে চূড়ান্ত ব্য়স্ততা। শুধু পরিবারের সদস্য়রাই নন, বসু বাড়ির জগদ্ধাত্রী পুজোয় সামিল হন স্থানীয়রাও। আরতি, মায়ের জন্য় বিশেষ ভোগ, মনমোহিনী মাতৃ প্রতিমা। মুদিয়ালির বসু বাড়ির জগদ্ধাত্রী পুজো বলতেই চোখের সামনে ভেসে ওঠে এই ছবিগুলি। সারা বছর চরম ব্য়াস্ত থাকলেও, জগদ্ধাত্রী পুজোর কটা দিন, বসু বাড়ির সকলে একসঙ্গে পুজোয় মেতে ওঠেন! ঘরোয়া আমেজে মাতৃ আরাধনা। শুধু পরিবারের সদস্য়রাই নন, বসু বাড়ির জগদ্ধাত্রী পুজোয় সামিল হন স্থানীয়রাও।
মা জগদ্ধাত্রীর আরাধনা লেক কালীবাড়িতে, সকাল থেকেই ভক্তদের ঢল
লেক কালীবাড়িতে ধুমধাম করে হল মা জগদ্ধাত্রীর আরাধনা। আর তা উপলক্ষ্য়ে সকাল থেকেই লেক কালীবাড়িতে ভক্তদের ঢল। মনবাঞ্ছা পূরণ করতে দূর দূরান্ত থেকে ছুটে এলেন মানুষ। শঙ্খধ্বনি, আরতি, মন্ত্রচারণ। তিথি মেনে মাতৃ আরাধনা। লেক কালীবাড়ির জগদ্ধাত্রী পুজো এবার পড়ল ১৫ বছরে।পুজো উপলক্ষ্য়ে এদিন সকাল থেকেই লেক কালীবাড়িতে ভিড় করেছিলেন ভক্তরা।
আজ জগদ্ধাত্রী পুজোর নবমী, সেজে উঠেছে চন্দননগর
অপরদিকে, সেজে উঠেছে চন্দননগর। চন্দননগরের বাগবাজার সর্বজনীনে মহা সমারোহে চলছে নবমীর অঞ্জলি। ১৯১ বছরে পা দিয়েছে চন্দননগরের বাগবাজার সর্বজনীন। নবমীর জমজমাট পুজো চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীনেও। পঞ্চ কন্যার কুমারী পুজো চলছে চন্দননগর মধ্যাঞ্চলে। প্রত্য়েক বছরই ধুমধাম করে পুজো করে চন্দননগরের দৈবকপাড়া সর্বজনীন। এবছর ৫৩ বছরে পা দিয়েছে তাদের পুজো। থিম 'রং ও রেখায় আবাহন'। উমা গেলেন শ্য়ামা গেলেনএলেন জগদ্ধাত্রী। আর তা উপলক্ষ্য়েই ফের উৎসবের মেজাজে বাঙালি। মা জগদ্ধাত্রী। দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী, প্রত্য়েক বছরই ধুমধাম করে পুজো করে চন্দননগরের দৈবকপাড়া সর্বজনীন। এবছর ৫৩ বছরে পা দিয়েছে তাদের পুজো।






















