Jagdeep Dhankhar: আচার্য বদলের বিল পাস বিধানসভায়, তা-ও উপাচার্য নিয়োগের ঘোষণা, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত
Rabindra Bharati University: দিন দুয়েক আগে, সব্যসাচী বসু রায়চৌধুরীর জায়গায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে মহুয়া মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন ধনকড়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে তাঁকে সরাতে বিল পাস হয়ে গিয়েছে বিধানসভায়। এখনও পর্যন্ত সেই বিলে সই তো করেনইনি, তার উপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) উপাচার্য বদলের ঘোষণা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সেই নিয়ে রাজ্যের সরকারে ফের সরাসরি সংঘাতে জড়ালেন তিনি। রাজ্যপালের এই নিয়োগের এক্তিয়ার আর আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল। তার প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিয়েছেন ধনকড়ও (University Chancellor)।
রবীন্দ্রভারতী নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত
দিন দুয়েক আগে, সব্যসাচী বসু রায়চৌধুরীর জায়গায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে মহুয়া মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন ধনকড়। ট্যুইটারে তিনি লেখেন, 'উপাচার্য হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনকড় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের নৃত্যবিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করা হচ্ছে।' ধনকড় জানান, সব্যসাচী বসু রায়চৌধুরীর কার্যকাল শেষ হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। তাঁর জায়গায় আসবেন মহুয়া মুখোপাধ্যায়। সরকারের পাঠানো তথ্য পোস্ট করে ধনকড় আরও জানান যে, নয়া উপাচার্য বাছাইয়ে গত ৯ জুন বৈঠকে বসে সার্চ কমিটি। সেই কমিটি পাঠানো তালিকায় তিনজনের মধ্যে সবার ওপরে নাম থাকায় নিয়োগ করা হল মহুয়া মুখোপাধ্যায়কে।
No bills pending consideration as returned to Assembly on ground of incompleteness of compliance as apparent from Assembly communication:“The complete official report of the debates of the West Bengal Legislative Assembly on the Bill will be forwarded as soon as it is ready.”
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 2, 2022
ধনকড়ের এই ঘোষণা ঘিরেই নতুন করে সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে। বিধাসভায় বিল পাসের পর রাজ্যপালের উপাচার্য নিয়োগের কোনও ক্ষমতাই নেই বলে দাবি শাসকদল তৃণমূলের। অন্য দিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নোট পাঠিয়ে জানিয়েছেন, সার্চ কমিটি তিন জনের নামের সুপারিশ করে। আচার্য তাঁদের মধ্যে থেকে একজনকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করতে পারেন। সেইমতো মহুয়া মুখোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে, কারণ তাঁর নামই তালিকার এক নম্বরে ছিল।
আরও পড়ুন: Jhargram News : সর্ষের মধ্যেই ভূত! মাওবাদীদের নাম করে পোস্টার কাণ্ডে ফের হোমগার্ড গ্রেফতার!
কিন্তু আচার্য হিসেবে রাজ্যপালের জায়গায় মুখ্যমন্ত্রীর নামে যখন সিলমোহর পড়ে গিয়েছে বিধানসভায়, তার পর রাজ্যপালের নিয়োগের এক্তিয়ার আর আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল। এ প্রসঙ্গে রাজ্যপাল ট্যুইটে লেখেন, 'বিলটি রাজ্যপালের কাছে পড়ে নেই। বিলটি অসম্পূর্ণ থাকায় তা বিধানসভায় ফেরত পাঠানো হয়েছে।'
রাজ্য সরকার অধীনস্থ সমস্ত বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে ওই বিলটি বিধানসভায় পাস হয়ে গিয়েছে ইতিধ্যেই। সেটিকে আইনে পরিণত করতে রাজ্যপালের স্বাক্ষরও প্রয়োজন প্রয়োজন। কিন্তু রাজ্যপালের দাবি, 'বিলটি অসম্পূর্ণ ছিল। এতে বিধানসভা সচিবালয়ের অপেশাদারিত্বই প্রতিফলিত হয়েছে।' যদিও সবকিছু নিয়ম মেনেই হয়েছে বলে দাবি ব্রাত্যর।
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, "রাজ্যপাল ঠিক কাজ করেননি। এই আচরণ শোভনীয় নয়। আমার খারাপ লেগেছে। হাইকোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তিনি না অন্যত্র ট্রান্সফার করে দেন। আজ ওঁর বিরুদ্ধে এত কথা উঠছে, নৈতিকতার বিষয় রয়েছে, আমি জানি না উনি কী নৈতিকতার প্রমাণ দিতে চাইছেন।"
— Bratya Basu (@basu_bratya) July 2, 2022
তীব্র প্রতিক্রিয়া বিধানসভার স্পিকারের
রাজ্যপালের বদলে, মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে সম্প্রতি, বিল পাশ হয়েছে বিধানসভায়। তার পরোয়া না করেই রাজ্যপাল উপাচার্য নিয়োগ করে এক্তিয়ারের বাইরে পা রেখেছেন বলে দাবি তৃণমূলের। বঙ্গ রাজনীতিতে রাজভবনের সঙ্গে নবান্নের বিরোধ নতুন নয়। কিন্তু এবার আচার্য বিল বিধানসভায় পাস হওয়ার পরও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে দু’পক্ষের সংঘাত আরও তীব্র হল।






















