Dhupguri Road Accident: পুলিশ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা কন্যাযাত্রীদের গাড়ির, মধ্যরাতে ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৮
Jalpaiguri News: গতকাল রাত ১১টা নাগাদ ময়নাগুড়ির সাপটিবাড়ি থেকে বৌভাতের অনুষ্ঠান শেষে গাড়ি করে ধূপগুড়িতে ফিরছিলেন ৮ জন।
রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ডিউটি সেরে ফেরার পথে, জলপাইগুড়ির ধূপগুড়িতে পুলিশ ভ্যানের সঙ্গে কন্যাযাত্রীদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আহত আট জন কনেযাত্রী। তাতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে প্রাণহানি এড়ানো গিয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্য়ে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের।
পুলিশ ভ্যানের সঙ্গে সংঘর্ষ, আহত কনেযাত্রীরা
শুক্রবার রাতে জলপাইগুড়ির ধূপগুড়িতে, জলঢাকা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটেছে। রাত ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানিয়েছেন, শুক্রবার আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ডিউটি করে ফিরছিল পুলিশের একটি ভ্যান। উল্টোদিক থেকে ছুটে আসছিল কনেযাত্রীদের একটি চারচাকা গাড়ি। জলঢাকা সেতুর উপর মুখোমুখি ধাক্কা লাগে পুলিশ ভ্যানের সঙ্গে কনেযাত্রীদের গাড়ির।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ির সাপটিবাড়ি থেকে বৌভাতের অনুষ্ঠান শেষে গাড়িতে চেপে ফিরছিলেন কনেযাত্রীরা। সেই সময়ই পুলিশ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে সজোরে। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, গাড়িটি ফুটপাতে উঠে যায়। পুলিশ ভ্যানও বোঝাই ছিল পুলিশকর্মীদের নিয়ে। দুর্ঘটনায় পুলিশকর্মীদের অনেকেও আঘাত পেয়েছেন।
এখনও পর্যন্ত যে খবর মিলেছে, তাতে আট জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলকর্মী। পৌঁছয় ধূপগুড়ি এবং ময়নাগুড়ি থানার পুলিশও। তড়িঘড়ি আহতদের উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহতরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তপ্ত শ্রীরামপুর
এ দিকে, হুগলি জেলার শ্রীরামপুরও পথ দুর্ঘটনার জেরে উত্তপ্ত। ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ দিল্লি রোড। টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। রাস্তার ধারে পুলিশ কিয়স্ক ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টা নাগাদ শ্রীরামপুরে পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির সামনেই সাইকেল আরোহী পুষ্পা সাঁতরাকে পিষে দেয় পণ্যবাহী ডাম্পার।
ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৫৬-র মহিলার। ডাম্পার চালক পলাতক। পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটায়, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় দিল্লি রোড অবরোধ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছ র্যাফ, রয়েছে শ্রীরামপুর থানার পুলিশও।