Jalpaiguri News: বাগানে চিতাবাঘের হামলা, গুরুতর জখম শ্রমিক
Jalpaiguri Update: বন্যপ্রাণীর হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা শ্রমিক। জখম সরস্বতী বিশ্বাস গয়েরকাটা জ্যোতির্ময়পল্লির বাসিন্দা।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ফের চিতাবাগাঘের আতঙ্ক জলপাইগুড়িতে (Jalpaipuri)। জলপাইগুড়ি জেলায় ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের (Gairkhata Tea Estate) ঘটনা। গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ১০ নম্বর সেকশনের ঘটনা। বাগানে কাজ করার সময় এক মহিলা শ্রমিকের উপর চিতাবাঘ হামলা করে বলে অভিযোগ। বন্যপ্রাণীর হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা শ্রমিক। তাঁর নাম সরস্বতী বিশ্বাস, গয়েরকাটা জ্যোতির্ময়পল্লির বাসিন্দা।
কখন হামলা:
বাগানে চা পাতা তোলার কাজ করতে গিয়ে চিতাবাঘের (leopard) হানায় গুরুতর জখম হয়েছেন। জখম মহিলা শ্রমিক বলেছেন, তিনি কাজ করার সময় দুটি চিতাবাঘ একসঙ্গে হামলা করেছিল। যদিও জোড়া চিতাবাঘের প্রমাণ এখনও পায়নি বন দফতর। হামলার খবর যায় বিন্নাগুড়ি বনদফতরের কাছে, সেখান থেকে বনকর্মীরা এসে ওই মহিলা শ্রমিককে জখম অবস্থায় উদ্ধার করে বীরপাড়া হাসপাতালে নিয়ে যায়। গয়েরকাটা চা বাগান সূত্রে খবর, এদিন দুপুরে চা বাগানে অন্যান্য শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলার কাজ করছিলেন সরস্বতী, সেই সময় হঠাৎই একটি চিতাবাঘ আক্রমণ করে তাঁকে। অন্যান্য শ্রমিকরা পালিয়ে গেলেও তিনি যেতে পারেননি, চিতার হামলায় মাথায় ও কপালে গুরুতর আঘাত পান ওই মহিলা শ্রমিক, এরপর অন্য শ্রমিকরা তেড়ে এলে চিতাবাঘটি পালিয়ে যায় বলে দাবি।
চলছে চিকিৎসা:
বাগান কর্তৃপক্ষ প্রথমে বাগান হাসপাতালে ওই শ্রমিকের প্রাথমিক চিকিৎসা করিয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগে খবর দেয়। এরপর বন দফতরের উদ্যোগে তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। চা বাগানের তরফে বাগানে খাঁচা পাতার জন্য বন দফতরকে অনুরোধ জানানো হয়েছে, বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের রেঞ্জ অফিসার শুভাশিস রায় জানান, জখম ওই শ্রমিকের চিকিৎসার খরচের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও চিতাবাঘের হামলার ঘটনায় প্রবল আতঙ্কে চা বাগান এলাকায় শ্রমিক মহল্লা।