Jalpaiguri News: মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশে রওনা, কফিন খুলতেই চক্ষুচড়কগাছ, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
Marijuana Smuggling: ফুলবাড়ির কাছে ওই পাচারচক্রকে হাতেনাতে ধরে রাজ্য পুলিশের STF.
বাচ্চু দাস, আবির দত্ত, ফুলবাড়ি: কফিন মোড়া সাদা কাপড়ে। উপরে থরে থরে সাজানো ফুল। দেখলে মনে হবে শবযাত্রা। কিন্তু কফিন খুলতেই বেরিয়ে পড়ল আসল কাণ্ড। দেখা গেল, মৃতদেহ নয়, ভিতরে ঠেসে ভরে রাখা হয়েছে গাঁজা (Marijuana Smuggling)। হাতেনাতে চারজনকে পাকড়াও করল পুলিশ। শবযাত্রার আদলে আসলে অভিনব কায়দায় গাঁজা পাচার করছিলেন সকলে। হাতেনাতে ধরা পড়লেন (Jalpaiguri News)।
পাচারচক্রকে হাতেনাতে ধরল রাজ্য পুলিশের STF
ফুলবাড়ির কাছে ওই পাচারচক্রকে হাতেনাতে ধরে রাজ্য পুলিশের STF. ধরা পড়েছেন এক মহিলা সমেত চার জন পাচারকারী। কফিনের ভিতর থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পড়শি রাজ্য ত্রিপুরা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা বিহারে পাচার করা হচ্ছিল বলে STF সূত্রে জাান গিয়েছে। চার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই দিনহাটার বাসিন্দা।
STF সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে গাঁজা পাচারের খবর এসে পৌঁছেছিল তাদের কাছে।। সেই মতো জলপাইগুড়ির ফুলবাড়ির কাছে কড়া নজরদারি চলছিল। সেই সময়ই একটি অ্যাম্বুল্যান্স দেখে সন্দেহ জাগে। অ্যাম্বুল্যান্স থামাতে ভিতরে চোখে পড়ে কফিন। সাদা কাপড়ে মোড়া ছিল সেটি। উপরে সাজানো ছিল থরে থরে ফুল এবং মালাও। মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেন পাচারকারীরা।
আরও পড়ুন: Bayron Biswas Update : বায়রন বিশ্বাসের পদত্যাগ-দাবি, সাগরদিঘিতে ধিক্কার মিছিল সিপিএমের
কিন্তু পাচারকারীদের ভাবগতিক দেখে সন্দেহ জাগে STF-এর। মালা, কাপড় সরিয়ে তাই খোলা হয় কফিন। তাতে গাঁজা পাচারকারীদের চক্রান্তের পর্দাফাঁস করা সম্ভব হয়। ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে STF. এক মহিলা-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। বিহার পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। এই পাচারচক্রের নেপথ্যে কার আর কার জড়িত রয়েছেন, জানার চেষ্টা চালাচ্ছে STF.
কফিনের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে ১৮টি গাঁজার প্যাকেট
STF সূত্রে জানা গিয়েছে, কফিনের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে ১৮টি গাঁজার প্যাকেট। পুলিশের চোখে ধুলো দিতে মৃতের আত্মীয় সেজে
অ্য়াম্বুল্য়ান্সে ওঠেন পাচারকারীরা। কিন্তু শেষরক্ষা হল না। আগে থেকেই নজরদারি বসানো হয়েছিল। সেই মুহূর্তে ঠিক সময়ে হানা দিয়ে এক মহিলা-সহ চার জনকে হাতেনাতে ধরল পশ্চিমবঙ্গ পুলিশের STF. তদন্ত শুরু হয়েছে।