Jalpaiguri News: 'চোর' বলে স্লোগান, জলপাইগুড়িতে সিপিএম কাউন্সিলরের যোগদান ঘিরে তৃণমূল কার্যালয়ে অশান্তি
Jalpaiguri Political News: সিপিএমের ওই কাউন্সিলরের যোগদানের সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী। কিন্তু জেলা সভানেত্রীর উপস্থিতিতেই চলতে থাকতে দলেরই একটি গোষ্ঠীর বিক্ষোভ।
জলপাইগুড়ি: সারা রাজ্য জুড়েই বিভিন্ন দল থেকে তৃণমূলে (TMC) যোগদানের ধারা অব্যাহত। বিভিন্ন জেলাতেই বিরোধী দল থেকে নেতা-কর্মী ও সমর্থকদের তৃণমূলে যোগদানের খবর প্রায় প্রতিদিনই পাওয়া যায়। এরইমধ্যে ভিন দলের নেতার যোগদান ঘিরে জলপাইগুলিতে (Jalpaiguri) তৃণমূলের জেলা কার্যালয়ে (TMC Party Office) অশান্তির ঘটনা ঘটল। জলপাইগুড়ি পুরসভার (Jalpaiguri Municipality) দুই দশকের সিপিএম (CPM) কাউন্সিলরের তৃণমূলে যোগদানের সময় দলেরই একটি গোষ্ঠীর বিক্ষোভ অশান্তি ছড়াল জেলা কার্যালয়ে। সিপিএমের ওই কাউন্সিলরের যোগদানের সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী। কিন্তু সিপিএম কাউন্সিলর তৃণমূলে যোগ দিতে গেলে জেলা সভানেত্রীর উপস্থিতিতেই চলতে থাকতে দলেরই একটি গোষ্ঠীর বিক্ষোভ। জেলা সভানেত্রীর সামনেই প্রাক্তন সিপিএম কাউন্সিলরকে ‘চোর’ বলে স্লোগান ওঠে। এরইমধ্যে জেলা সভানেত্রী সহ জেলার শীর্ষ নেতাদের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন এই পোড় খাওয়া রাজনৈতিক নেতা।
জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন বিরোধী দল নেতা তথা সিপিএম দলের দুই দশকের কাউন্সিলর প্রমোদ মন্ডল জানিয়েছিলেন , পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের আবেদনে সাড়া দিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে এলাকার মানুষকে সামিল করাতে তৃণমূল কংগ্রেসে যোগদান করছি।
যদিও প্রমোদবাবু জেলা তৃণমূল কার্যালয়ে পৌঁছতেই এক অংশের তৃণমূল কর্মী সমর্থকেরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এরইমধ্যে নিজের সভা কক্ষ থেকে জরুরি মিটিং করে বেরিয়ে এসে তৃণমূল জেলা সভানেত্রী সহ উপস্থিত অন্যান্য জেলা ও সদর ব্লক পর্যায়ের নেতৃত্ব যোগদান করতে আসা প্রমোদ মন্ডলের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।
এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ জানান, দলের নির্বাচন কমিটি সহ জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্বের সর্বসম্মতিক্রমে প্রাক্তন সিপিম কাউন্সিলর এবং নাগরিক প্রমোদ মন্ডলকে তৃণমূল কংগ্রেস দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান পর্ব সম্পন্ন হল। যারা পার্টি অফিসে এমন একটি সময়ে অশান্তির ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।