Jalpaiguri News: গ্রামের মাঠে অজগর সাপ, মেলেনি বন দফতরের সাহায্য, দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করলেন স্থানীয়রাই
Jalpaiguri Wildlife News: ছুটে আসে আসেন আশেপাশের গ্রামবাসীরা। ধীরে ধীরে অজগর দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তে ছুটে আসেন পাশের গ্রামের লোকজনও। খবর দেওয়া হয় বন দফতরকে।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গতকাল রাতে গ্রামে ঢুকলো অজগর। বনদফতরকে ডেকেও সাহায্য মেলেনি বলে অভিযোগ। অগত্যা গ্রামবাসীরা নিজেরাই দড়ি দিয়ে বাঁধলেন অজগর সাপকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধুপগুড়িতে।
জানা গেছে, ধান খেত থেকে ফের উদ্ধার করা হয় অজগর সাপকে। ওই ঘটনায় শোরগোল পড়ে যায় ধূপগুড়ির ঝুমুর এলাকায়। বুধবার রাতে ধুপগুড়ি ব্লকের ঝুমুর এলাকার পাইকার পাড়া গ্রামে রাস্তা পেরিয়ে একটি অজগর সাপকে ধান ক্ষেতে যেতে দেখেন কয়েকজন গ্রামবাসী। চোখের সামনে অজগর সাপ দেখে চোখ কপালে উঠে যায় তাঁদের ।আতঙ্কে চিৎকার শুরু করেন তিনি । ছুটে আসে আসেন আশেপাশের গ্রামবাসীরা। ধীরে ধীরে অজগর দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তে ছুটে আসেন পাশের গ্রামের লোকজনও। খবর দেওয়া হয় বন দফতর এবং ধুপগুড়ি থানার পুলিশকে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনদফতরকে একাধিকবার ফোন করলেও তাদের পক্ষ থেকে রাত পর্যন্ত সেই অজগর সাপটিকে উদ্ধারের জন্য কেউ আসেননি ।
West Midnapore News: ঘাটালে চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ, তদন্তে পুলিশ
এরমধ্যে সাপটির দীর্ঘক্ষণ মাঠেই ঘোরাঘুরি করতে থাকে। বন দফতরের পক্ষ থেকে কেউ না আসায় এরপর কোনও উপায় না পেয়ে গ্রামবাসীরা নিজেরাই সাপটিকে দড়ি দিয়ে বেঁধে বস্তাবন্দী করে রাস্তায় নিয়ে আসেন। তারপর খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংস্থা ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অরগানাইজেশনের সদস্যদের । এরপর ওই সংগঠনের সদস্যরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।
উল্লেখ্য, কিছুদিন আগে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামে উদ্ধার করা হয় একটি অজগর সাপ। রাতে একটি বিশাল অজগর সাপ দেখতে পান গ্রামবাসীরা। এরপর সাপটি গ্রামে ঢুকলে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় জাতীয় বন্যজীবঅপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাসকে। খবর পেয়ে তিনি বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন। পরে বন দফতরের আধিকারিকদের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন তিনি। অজগর সাপটি লম্বায় আট ফুট বলে জানা গিয়েছিল। পরের দিন বন দফতরের সহযোগিতায় ওই অজগর সাপটির পুনর্বাসনের বন্দোবস্ত করা হয়।