SSC Scam: 'কোনও তালিকা প্রকাশ হচ্ছে না' ! বৈঠক শেষে SSC দফতর থেকে বেরিয়ে বড় বার্তা চাকরিহারাদের প্রতিনিধির..
SSC Will Not Publish Any List : বৈঠক শেষে SSC দফতর থেকে বেরিয়ে কী বার্তা দিলেন চাকরিহারাদের প্রতিনিধি ?

কলকাতা: কোনও তালিকা প্রকাশ হচ্ছে না। বৈঠক শেষে SSC দফতর থেকে বেরিয়ে বললেন চাকরিহারাদের প্রতিনিধি। এদিন এসএসসি দফতর ঘেরাও-এর ডাক দিয়েছেন তিনি।
সাংবাদিক : SSC অফিসে আপনি দুই ঘণ্টা ছিলেন। সেক্ষেত্রে আপনাদের কী বলা হল ? চেয়ারম্যান কী বললেন ?
চাকরিহারাদের প্রতিনিধি : আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। চেয়ারম্যান স্যার এটা বলেছেন, যে 3rd কাউন্সিলিং অবধি ওনারা Untented মানে not specifically tented, এই লিস্টে রাখবেন। বাকিদেরকে মানে 4th থেকে যোগ্যতার নিরিখে, টাকা না দিয়ে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। আমার চাকরি আজকে চলে যাবে। দায় রাজ্য সরকার আর SSC নেবে তো ? আমরা বলেছি, আমি যদি অযোগ্য হই, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না।
সাংবাদিক : এই লজিকটা কেন ?
চাকরিহারাদের প্রতিনিধি : ওনারা আইনজীবী রেখেছেন। সুপ্রিম কোর্টে, অর্ডার করছেন।.. আজকে দাঁড়িয়ে উনি এসে বলেন, ১ বছর পেরিয়ে গিয়েছে, আমার চাকরি চলে গেল ! কে বলেছিল ১ বছরের মধ্যে নিয়োগ না করতে ? তাতেও দেরি হয়েছে। সেই সময় বারবার বলেছিলাম, এখুনই নিয়োগ করুন। একবার এখান থেকে পাঠাতেন শিক্ষা দফতর। শিক্ষা দফতর বলতো এসএসসি করছে না। এসএসসি বলছে শিক্ষা দফতর করছে না।
সাংবাদিক : আগে যারা যোগ্য ছিলেন, তাঁদের মধ্যে তো আরও ছোট হয়ে গেল, 4th কাউন্সিলিং থেকে..
চাকরিহারাদের প্রতিনিধি : ওনারা ডিভিশন তৈরি করছেন। এখন 4th কাউন্সিলিং থেকে বাকিদের বাদ দিচ্ছেন। মামার বাড়ির আবদার ?
সাংবাদিক : এই কাউন্সিলিং তো SSC ই করেছেন ?
চাকরিহারাদের প্রতিনিধি : SSC-ই করেছে। দেরি হয়েছে এসএসসি-র জন্য। তাহলে তার উচিত, আমার চাকরি কীভাবে সুরক্ষিত থাকবে, সেটা ব্যবস্থা করা। আমরা দাবি করছি, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী আমাদের জন্য ২ কোটি টাকা Compensation ঘোষণা করুক। এবং মিডিয়ার সামনে তাঁরা বসে বলুক, যে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী, এবং SSC, এদের দোষেই এই সব নিরিহ ছেলেমেয়েদের চাকরি গিয়েছে। এটা করতে হবে। আমাদের সম্মান নিয়ে ছেলেখেলা ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
