ঝাড়গ্রামে উল্টে গেল ভ্য়ান, নয়ানজুলিতে পড়ে আহত ২০ শ্রমিক
Jhargram News: নয়াগ্রামের টুপুরিয়া গ্রামের চল্লিশ জন শ্রমিক পিক আপ ভ্যানে করে পাশের ললাট গ্রামে ধান লাগাতে গিয়েছিলেন। ফেরার পথে কেশিয়ারি ব্লকের আমতলা গ্রামের কাছে পিক আপ ভ্যান উল্টে যায়।
![ঝাড়গ্রামে উল্টে গেল ভ্য়ান, নয়ানজুলিতে পড়ে আহত ২০ শ্রমিক Jhargram: The van overturned in Jhargram and 20 injured workers fell in Nayanjuli ঝাড়গ্রামে উল্টে গেল ভ্য়ান, নয়ানজুলিতে পড়ে আহত ২০ শ্রমিক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/28/ae7202c24e3143fc84edd9ac6b63b43c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ফের পথ দুর্ঘটনা। এবার ঘটনাস্থল ঝাড়গ্রামে। পিক-আপ ভ্যান উল্টে নয়ানজুলিতে পড়ে গিয়ে আহত প্রায় ২০ জন শ্রমিক। তাঁদের মধ্যে ৪-৫ জনের আঘাত অত্যন্ত গুরুতর। আহতদের নয়াগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, নয়াগ্রামের টুপুরিয়া গ্রামের চল্লিশ জন শ্রমিক পিক আপ ভ্যানে করে পাশের ললাট গ্রামে ধান লাগাতে গিয়েছিলেন। ফেরার পথে কেশিয়ারি ব্লকের আমতলা গ্রামের কাছে পিক আপ ভ্যান উল্টে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি নয়নজুলিতে গিয়ে পরে। স্থানীয় গ্রামবাসীরা আহতদের দের দ্রুত উদ্ধার করে। পরে ঘটনা স্থলে পুলিশ পৌছায়। আহতদের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে আনা হয়। কুড়িজনের মধ্যে ১৬ জন কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, চার জনের আঘাত গুরুতর। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, রাজ্যের অন্য প্রান্তে হাওড়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এই ট্রাফিক কনস্টেবল। প্রতিদিনের মতো মনোযোগ সহকারে নিজের কাজ করছিলেন তিনি। কিন্তু তাতেই যে মৃত্যু লেখা আছে, তার আঁচ পাননি। তাতেই বেঘোরে প্রাণ হারালেন এক ট্র্যাফিক কনস্টেবলের (Traffic Police Constable)। বাইকের ধাক্কায় প্রথমে আহত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।
হাওড়ার (Howrah News) রানিহাটি ক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে (Road Accident)। মৃতের নাম বাবলু মণ্ডল। বয়স ৫০ বছর। ট্র্যাফিক পুলিশের কনস্টেবল হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। সেই মতো ডিউটিতে বেরিয়েই মৃত্যু হল তাঁর।
শুক্রবার সকাল ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে রানিহাটি ক্রসিংয়ের কাছে মোতায়েন ছিলেন বাবলু। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা মারে (Speeding Bike Hits Traffic Constable)। সজোরে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে যান বাবলু। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরো পড়ুন: ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির অভিযোগ, গড়বেতায় ৪ বালককে লাঠি দিয়ে মার, গ্রেফতার অভিযুক্ত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)