Suvendu Adhikari: 'তিহাড় যাওয়ার লাইন পড়ে গেছে', অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর
Jiban Krishna Saha Arrested Suvendu Attacks Abhishek: সদ্য গত ১২ এপ্রিল বাঁকুড়ায় সভা করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর এদিন একই স্থানে অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর। কী বললেন বিরোধী দলনেতা ?
বাঁকুড়া: সদ্য গত ১২ এপ্রিল বাঁকুড়ার ওন্দায় সভা করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এদিন একই স্থানে অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর। মূলত, রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেরবার শাসকদল। ইতিমধ্যেই তৃণমূলের একের পর এক হেভিওয়েটের নাম জড়িয়েছে। শ্রীঘরে একাধিক। এদিকে সদ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha Arrested)। আর এমনই সময় ওন্দায় রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, ' তিহাড় যাওয়ার লাইন পড়ে গেছে।'
'তিহাড় যাওয়ার লাইন পড়ে গেছে'
এদিন শুভেন্দু বলেন, 'রাতে ঘুমোতে পারছে না, তিহাড় যাওয়ার লাইন পড়ে গেছে। নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের ৩জন বিধায়ক জেলে।' প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে টানা ৬৫ ঘণ্টা নাটকীয় টানাপোড়েনের পর, অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যর পর নিয়োগ দুর্নীতিতে ধৃত শাসকদলের তৃতীয় বিধায়ক। জীবনকৃষ্ণের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে।বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে মিলেছে নিয়োগ সংক্রান্ত নথি। এমনই দাবি সিবিআইয়ের।
'পাপের প্রায়শ্চিত্ত করতে হবে'
এদিন শুভেন্দু আরও বলেন, 'বাঁকুড়ার এসে অভিষেক বলেছিলেন, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। অভিষেক বলেছিলেন, বিজেপিকে ভোট দিয়ে পাপ করেছে বাঁকুড়ার মানুষ। অহঙ্কারে বাঁকুড়াবাসীকে অপমান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।' মূলত, গত ১২ এপ্রিল বাঁকুড়ার ওন্দায় সভা করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেছিলেন, '২০১৯ ও ২০২১-এ বিজেপিকে ভোট দিয়ে বাঁকুড়ার মানুষ পাপ করেছে। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যাঁরা আচ্ছে দিনের স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাঁরা কি আচ্ছে দিন পেয়েছেন?' মূলত একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রচার সভায় অমিত শাহ-র কথা মনে করিয়েছিলেন তিনি।
আরও পড়ুন, 'যারাই TMC-কে নগদ অর্থ দিয়েছেন, তারাই পেয়েছেন টিকিট', কাকে ঘিরে মন্তব্য দিলীপের ?
'ভাইপোর চেয়েও গণতন্ত্র অনেক উপরে'
শুভেন্দু আরও বলেন, 'বাঁকুড়ার মানুষ কষ্ট করে বাঁচেন, কয়লাপাচারকারী নয়। তৃণমূলকে ভোট দিয়ে পাপ, প্রায়শ্চিত্ত করতে হবে পদ্মফুলে ভোট দিয়ে। মিথ্যে মামলা দিয়ে সৌমিত্রকে এলাকা ছাড়া করা হয়েছিল। ২ লক্ষ ভোটে জিতে প্রমাণ করেছিল, ভাইপোর চেয়েও গণতন্ত্র অনেক উপরে। হাজার হাজার কোটি টাকা খরচ করছে।যদিও এদিন অভিষেকের পাল্টা সভায় তীব্র আক্রমণ বিরোধী দলনেতার।