Junior Doctors Protest:সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন, মহামিছিলের ডাক ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের
Junior Doctors Strike: কলকাতার পাশাপাশি অনশনে সামিল উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়র ডাক্তাররাও।
সন্দীপ সরকার, কলকাতা: কাল রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশন কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের। আগামীকাল বিকেল সাড়ে ৪টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে।
পুজোর ঢাকে পড়েছে কাঠি। চার সন্তান নিয়ে বছরে একবারই মা দুর্গা আসেন বাপের বাড়ি। শোক-দুঃখ ভুলে এই ক’টাদিন প্রাণের উৎসবে মেতে ওঠে বাঙালি। মণ্ডপে মণ্ডপে ভিড়। কিন্তু এই উৎসবের শহরে রয়েছে আরও এক ছবি। শহরের প্রাণ কেন্দ্রে আমরণ অনশন করছেন ৭ জন জুনিয়র চিকিৎসক। কলকাতার পাশাপাশি অনশনে সামিল উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়র ডাক্তাররাও। আমরণ অনশনে বসলেন দুই জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায় ও কুমার বর্মা। তবে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের দেড় দিন পেরিয়ে গেলেও সাড়া দেয়নি সরকার। পঞ্চমীর বিকেলে ফের শহরে মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। কাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ঘোষণা করা হয়েছে।
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অভিযোগ, কর্মসূচিতে ক্রমাগত বাধা দিচ্ছে পুলিশ। জুনিয়র ডাক্তাররা যে প্রতিষ্ঠানের অন্তর্গত, সেখানেও ভয় দেখানো হচ্ছে। অনশনের পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার কোনও প্রস্তাব আসেনি। এই আবহে পঞ্চমীতে জোড়া কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তর দেবাশিস হালদার বলেন, "১০ দফা দাবি নিয়ে আমাদের সহকর্মীরা আমরণ অনশনে বসেছেন। এই আন্দোলনে পুলিশ প্রশাসন বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। বায়ো টয়লেট বসাতে দিচ্ছে না। অনশনকারীদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে। প্রাথমিকভাবে আমরা একটা ব্যবস্থা করেছি। পুলিশ মানসিক মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই তাঁদের মানসিক বল কিন্তু অটুট একথা তাঁরা জানিয়েছেন। হামলা, মমলা করে এই আন্দোলন দমানো যাবে না।''
ধর্মতলায় ৪২ ঘণ্টার বেশি সময় ধরে অনশনে জুনিয়র চিকিৎসকরা। অনশনমঞ্চে সিসিটিভি লাগানোর পাশপাশি দুটি এলইডি স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সকলে। ১০ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশন শুরু করেন ছয় জুনিয়র ডাক্তার। কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া তনয়া পাঁজা, অনুষ্টুপ মুখোপাধ্যায় ও স্নিগ্ধা হাজরা অনশন করছেন। এসএসকেএমের ডাক্তারি পড়ুয়া অর্ণব মুখোপাধ্যায় ও এনআরএসের পড়ুয়া পুলস্ত্য আচার্যও অনশনে রয়েছে। রবিবার রাতে তাঁদের সঙ্গে যোগ দেন আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Protest: ফের কণ্ঠরোধের চেষ্টা! 'জাস্টিস স্লোগানে বন্ধ' অনুষ্ঠান