(Source: ECI/ABP News/ABP Majha)
Jyotipriya Arrested: আদালতে অজ্ঞান জ্যোতিপ্রিয়, কোথায় নেওয়া হবে মন্ত্রীকে ? জানালেন আইনজীবী
Advocate On Jyotipriya: জ্যোতিপ্রিয় মল্লিককে আদৌ ইডির কাস্টডিতে নেওয়া হবে, নাকি আগে হাসপাতালে ভর্তি করাতে হবে ? গোটা বিষয়ের উপর আলোকপাত করলেন প্রাক্তন খাদ্য়মন্ত্রীর আইনজীবী, কী বললেন তিনি ?
কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) গ্রেফতারির পর ৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজত দেওয়া হয়েছে। আর আদালতের নির্দেশ শোনার পরই অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) । আর এহেন পরিস্থিতিতে গোটা বিষয়ের উপর আলোকপাত করলেন প্রাক্তন খাদ্য়মন্ত্রীর আইনজীবী।
'মুখ থেকে গ্যাজলা বেরিয়েছে..'
আইনজীবী জানিয়েছেন, 'ওনার মুখ থেকে গ্যাজলা বেরিয়েছে। এবং হয়েছে বমিও। এখন খুব চেষ্টা করা হচ্ছে, যেকোনওভাবে মেডিক্যাল কম্যান্ড হাসপাতাল, অথবা অন্য যেকোনও হাসপাতালে অন্তত ট্রিটমেন্টে পাঠানোর জন্য।' এদিকে এহেন শারীরিক অবস্থার জেরে একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা গিয়েছে। আইনজীবী জানিয়েছেন, এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তাতে আদৌ ইডির কাস্টডিতে যেতে পারবে কিনা, নাকি হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাডমিশন করাতে হবে ? এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, পরিবারের পছন্দ মতো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মন্ত্রীকে।
কেন ডায়ালিসিসের কথা তুললেন জ্যোতিপ্রিয়র আইনজীবী ?
কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের এই মুহূর্তে যা কন্ডিশন..বলতে গিয়ে তিনি বলেন, শারীরিক পরিস্থিতি, এই মুহূর্তে খুব একটা ভাল দেখলাম না। কারণ গতকাল ভোর থেকে আজকে অবধি এখনও যথাযথ ওষুধগুলি পড়েনি। একটা হাইলি ডায়াবেটিক এবং কিডনি এফেকটেড, চিকিৎসকের নির্দেশ অনুসারে, যদি কিডনিতে ওই মেডিসিন না দেওয়া হয়, যথাযথ খাবার না দেওয়া হয়, তাহলে ওকে কিন্তু কাল থেকে ডায়ালিসিস করতে হবে।'
দিনে এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক
উল্লেখ্য, পরিস্থিতি খতিয়ে দেখেন বিচারক তনুময় কর্মকার। ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল, নির্দেশ আদালতের। বিচারকের চেম্বারে নিয়ে যাওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককে। বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের। দিনে এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের।
আরও পড়ুন, গ্রেফতার জ্যোতিপ্রিয়, শুভেন্দু বলেন, 'এরপর মন্ত্রিসভার বৈঠক জেলে ডাকতে হবে..'
প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর,বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে।