Kolkata News: দূরে গল্পে মেতেছিলেন বাকিরা, সেই সুযোগে কালীপুজোর সন্ধ্যায় বাজি পোড়ানোর অছিলায় শ্লীলতাহানির অভিযোগ কলকাতার গড়ফায় !
Kolkata Molestation Case: কলকাতার গড়ফায়, বাজি পোড়ানোর অছিলায় শ্লীলতাহানির অভিযোগ উঠল তাঁরই পরিচিতের স্বামীর বিরুদ্ধে !

কলকাতা: খাস কলকাতায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। কলকাতার গড়ফায়, বাজি পোড়ানোর অছিলায় শ্লীলতাহানির অভিযোগ উঠল তাঁরই পরিচিতের স্বামীর বিরুদ্ধে। ধৃতের নাম রীতেশ সিংহ ওরফে সূরয।
অভিযোগকারিণীর দাবি, কালীপুজোর সন্ধেবেলায় এক পরিচিত মহিলার বাড়িতে বাজি পো়ড়াতে গেছিলেন তিনি। সেইসময়, দূরে গল্প-আড্ডায় মেতেছিলেন বাকিরা। সেই সুযোগে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই মহিলার স্বামী। রাতেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। আজকে ভোরে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।
রাজ্যে একের পর এক শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। আর জি করের পর দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্য়াল কলেজ। এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ফের তোলপাড় রাজ্য়। শুধু তাই নয়। দুর্গাপুরের নির্যাতিতার বাবা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, তা-ও মনে করিয়ে দিয়েছে আর জি কর-কাণ্ডের কথা। দুর্গাপুরের নির্যাতিতা ছাত্রীর বাবার এই যন্ত্রণা মনে করিয়ে দিচ্ছে, আরেক মা-বাবার কথা। আর জি কর মেডিক্য়ালের সেই তরুণী চিকিৎসকের মা-বাবা। যাঁদের সারা জীবনের স্বপ্ন এভাবেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মিল শুধু এখানেই নয়। দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের পর নির্যাতিতার বাবা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, তা-ও মনে করিয়ে দিয়েছে আর জি কর-কাণ্ডের কথা। কারণ, ঠিক একইরকম গড়িমসি কিংবা গাফিলতির অভিযোগ, পুলিশের বিরুদ্ধে উঠেছিল তখনও।
সম্প্রতি পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে ধৃত হাসপাতালের ঠিকাদার সংস্থার কর্মীর কীর্তি সামনে এসেছিল। জেলা স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টেও জাহিরের সম্পর্কে ছিল ভুরি ভুরি অভিযোগ। জাহিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছিলেন ঠিকাদার সংস্থার কর্মীরাই। পাঁশকুড়ার হাসপাতালে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। গ্রেফতার হয়েছিলেন হাসপাতালেরই ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। তার একের পর এক কীর্তি সামনে আসে। এবার, জেলা স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টেও, ধৃত জাহিরকে নিয়ে উঠে এসেছিল চাঞ্চল্যকর সব তথ্য। সূত্রের দাবি, রিপোর্টে বলা হয়েছে,মহিলা-পুরুষ নির্বিশেষে ঠিকাদার সংস্থার কর্মীদের ওপর অত্যাচার চালাতেন জাহির।
জাহিরের হুমকির চোটে, অভিযোগ জানাতে পারেননি ঠিকাদার সংস্থার কর্মীরা। সূত্রের দাবি, জেলা স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে আরও বলা হয়েছে, কর্মীদের ওপর নজরদারি বা তাঁদের অভাব-অভিযোগ শোনা, কোনওটাই করত না ঠিকাদার সংস্থা। ঘটনার দিন হাসপাতালে কর্তব্যরত কর্মীদের বয়ান নিয়েছিল এই তদন্ত কমিটি।






















