Moyna Murder Update: কালিয়াগঞ্জের পর ময়না! তৃণমূলকে বিঁধতে বিজেপির হাতিয়ার নিহতে জাতিগত পরিচয়
Kaliaganj Murder Update:উত্তর ও দক্ষিণের এই দুই সম্প্রদায়ের ২ মৃত্য়ুর ঘটনাকে হাতিয়ার করে, ভোটের বাক্সে আবেগকে কাজে লাগাতে ময়দানে নেমেছে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
আবির দত্ত, বিটন চক্রবর্তী ও ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: কয়েকদিন আগেই কালিয়াগঞ্জে খুন হয়েছেন মৃত্যুঞ্জয় বর্মন। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে পরিবার। তারপরে মঙ্গলবার ময়নাতে বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ উঠেছে। দুটি ঘটনার ক্ষেত্রেই নিহত নেতাকর্মীদের জাতিগত পরিচয় হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। ময়নায় ঘটনায় জাতীয় এসসি কমিশনের কাছে মৌখিকভাবে অভিযোগও জানিয়েছে বিজেপি। পাল্টা পদ্ম শিবিরকেই নিশানা করেছে তৃণমূল।
গত বুধবার, গভীর রাতে উত্তর দিনাজপুরে খুন হন বছর ৩৩-এর মৃত্য়ুঞ্জয় বর্মন। আর সোমবার রাতে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া। একজন রাজবংশী এবং আরেক জন নমঃশূদ্র সম্প্রদায়ভুক্ত। আর কয়েকদিন পরেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। উত্তর ও দক্ষিণের এই দুই সম্প্রদায়ের ২ মৃত্য়ুর ঘটনাকে হাতিয়ার করে, ভোটের বাক্সে আবেগকে কাজে লাগাতে ময়দানে নেমেছে বিজেপি।
গোটা উত্তরবঙ্গেই রাজংবশী ভোট খুব বড় ফ্য়াক্টর:
কোচবিহারে রাজবংশী ভোট প্রায় ৩৪ শতাংশ।
জলপাইগুড়িতে রাজবংশী ভোট প্রায় ৫০ শতাংশ।
আলিপুরদুয়ারে ৩৮ শতাংশ ৷
উত্তর দিনাজপুরে ৫২ শতাংশ৷
দক্ষিণ দিনাজপুরে ৪৮ শতাংশ।
অন্য়দিকে বাংলায় প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া। দুই ২৪ পরগনা এবং নদিয়া জুড়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের প্রায় ১০২টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব আছে। এগুলির মধ্যে ৩১টি সংরক্ষিত আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছে মতুয়া ভোটব্যাঙ্ক। এই পরিস্থিতিতে এই দুটি মৃত্যুর ঘটনায় কার্যত যুযুধান রাজ্যের দুই রাজনৈতিক শিবির।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'দলিত নমঃশূদ্র খুন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলিত বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবংশীর পরে নমঃশূদ্র খুন।' ময়নার ঘটনায় এসসি কমিশনে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী জানান, এই ঘটনায় ফর্মাল অভিযোগ পেলে তারা পদক্ষেপ নেবেন।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বিজেপি ভেবে পাচ্ছে না কী করবে, এসব নাটক করা। শোকসভা করে বেরাচ্ছে।'
ময়নার ঘটনায় উত্তাল রাজনীতি:
এরইমধ্য়ে পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতার খুনের ঘটনায় মারাত্মক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। স্থানীয় তৃণমূল নেতার এখটি বক্তব্য়কে মৃত্য়ুর জন্য় দায়ী করছেন তিনি। গত এপ্রিলে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সেচ কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা শাহজাহান আলি বলেন, 'আমি শাহজাহান আলি বলে যাচ্ছি, আমার প্রমাণ আছে হাত ভাঙার। কয়েকদিন আগে সমবায় ভোট হয়েছিল, আমাদের একজনের মাথা ফেটেছিল, আমরা ৬ খানা ফাটিয়েছি, ৬ খানা। আমরা ধরলে ২ খানা ঠ্য়াং ভেঙে দেব।' ওই বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মাইকের ভিডিও আছে, শাহজাহান আলি, বলছে, সব পা কাটব, মাথা কাটব, প্রকাশ্য়ে বলেছে। এই ঘটনার পরিকল্পনা করেছে অমরনাথ, হাসান আর গোপলা, প্রাক্তন ওসি।' এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বক্তব্য়, কে কী মন্তব্য় করেছে, সে বিষয়ে আমি কিছু জানি না।
রাজবংশী ভোট হোক কিংবা মতুয়া, এই দুই ভোটব্য়াঙ্কের মন জয় করতে মমতা থেকে অভিষেক, নরেন্দ্র মোদি থেকে শুভেন্দু তৎপর সবাই। কেউ মতুয়া মন জয়ে বাংলাদেশে পৌঁছে যান, কেউ আবার মতুয়াদের জন্য় পৃথক পর্ষদ ঘোষণা করেন। শীতলখুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্য়ুর পর তৃণমূল রাজবংশী আবেগে শান দেয়, আবার মৃত্য়ুঞ্জয় বর্মনের মৃত্য়ুর পর বিজেপি তাঁর রাজবংশী পরিচয় বারবার তুলে ধরে।
আরও পড়ুন: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?