Kalighat Temple: আগামীকাল থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ
Kalighat Temple Update: চলতি মাসের শুরুর দিকে মন্দির কর্তৃপক্ষ জানায়,করোনার দাপট বাড়ায় ১১-২৬ জানুয়ারি পর্যন্ত কালীঘাট মন্দিরের (Kalighat)গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আগামীকাল থেকে খুলছে কালীঘাট (Kalighat Temple) মন্দিরের গর্ভগৃহ। ১ জানুয়ারি থেকে বন্ধ ছিল গর্ভগৃহ। দর্শনার্থীদের প্রবেশের জন্য বন্ধ রাখা ছিল। শুধুমাত্র পূজা-অর্চনা চলছিল। এরপর রাজ্যে জারি হয় কড়া করোনাবিধি (Covid Restrictions)। কোভিড বৃদ্ধির (Covid19 Case) কারণে কালীঘাট মন্দির (Kalighat Temple) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে গর্ভগৃহে দর্শকদের প্রবেশ বন্ধ রেখেছিল। আগামীকাল থেকে ফের কালীঘাটে মায়ের মন্দিরের গর্ভগৃহে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে মন্দির কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানায়, করোনাভাইরাসে (Coronavirus) দাপট বাড়ায় ১১-২৬ জানুয়ারি পর্যন্ত কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল। তবে খোলা রয়েছে কালীঘাট মন্দির। বাইরে থেকে দর্শনের ব্যবস্থাও রাখা হয়। মন্দির কর্তৃপক্ষ জানায়, এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন।
এরই মধ্যে করোনা (Covid19 Restrictions) নিয়ে গত ১৫ জানুয়ারি পর্যন্ত নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার (West Bengal Government)। মেলা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয় ওই নির্দেশিকায়। ৩১ জানুয়ারি পর্যন্ত এই ছাড় বহাল থাকবে বলে জানানো হয় প্রশাসনের তরফে। তবে আপাতত বন্ধ থাকছে স্কুল-কলেজ (School-College)। ট্রেনও (Local Train) চলবে ১০টা পর্যন্ত। আগের নিয়ম ও নিষেধাজ্ঞা জারি রাখা হয়। তবে কয়েকটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।
কী জানান হয় নয়া নির্দেশিকায়?
- গঙ্গাসাগরের পর এবার রাজ্যে অন্য মেলাতেও ‘ছাড়’,
- সঠিক করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা,
- বিয়ের অনুষ্ঠানেও ২০০ জনের উপস্থিতিতে ছাড়পত্র,
- ২০০ জন অথবা অনুষ্ঠান গৃহের ৫০% উপস্থিতিতে ছাড়।
আরও পড়ুন: North 24 Parganas: হাবরায় তুলো বোঝাই ট্রাকে আগুন, ঘণ্টা তিনেকের চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি