South Calcutta Law College: 'মনোজিৎ কলেজে অস্থায়ী চাকরি করত গভর্নিং বডির সুপারিশে', জানালেন ভাইস প্রিন্সিপাল
Kasba College News: তিনি এও বলেন, 'উনি কলেজের অস্থায়ী স্টাফ। গভর্নিং বডির নির্দেশে উনি অস্থায়ী স্টাফ হিসেবে আছেন। মাস ৬-৭ ধরে।'

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর-কাণ্ডের পর এবার কলেজে 'গণধর্ষণ'। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের ভয়ঙ্কর অভিযোগ। কসবা থানা থেকে অনতিদূরের এই ঘটনায় আবার প্রশ্নের মুখে শহরের নারী নিরাপত্তা। এখনও পর্যন্ত জানা গিয়েছে, মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনী, কলেজ ইউনিয়েনের তৃণমূল ছাত্র সংসদের সঙ্গে যুক্ত। শাসক ঘনিষ্ঠ এবং কলেজ গভর্নিং বডি, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলে সূত্রের খবর।
এ প্রসঙ্গে এদিন কলেজের ভাইস প্রিন্সিপাল এবিপি আনন্দকে জানিয়েছেন, 'আমাকে আজ সকালে নাইট গার্ড জানায় যে পুলিশ এসেছিল। কলেজের দুটো রুম সিল করা হয়েছে। এরপর বেলার দিকে ফোন করে পুলিশ আমায় জানায়। আমি কাছাকাছি থাকি। শুনেই চলে এলাম। আমি এখনও কলেজেই ঢুকতে পারিনি। কলেজের টাইমিংয়ের পর থাকারই কথা নয়। পার্মানেন্ট নিরাপত্তারক্ষী একজন। উনি অসুস্থ থাকলে দু'জন প্রাইভেট নিরাপত্তারক্ষী থাকে। আমাদের পার্মানেন্ট স্টাফই কম। এভাবেই কলেজ চলছে।'
তিনি এও বলেন, 'উনি কলেজের অস্থায়ী স্টাফ। গভর্নিং বডির নির্দেশে উনি অস্থায়ী স্টাফ হিসেবে আছেন। মাস ৬-৭ ধরে। ৪৫ দিন করে করে রাখা হয়েছে। উনি এই কলেজের প্রাক্তন ছাত্র। ল'কলেজের ডিগ্রিও আছে। সেই মত অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল গভর্নিং বডি।' সূত্রের খবর, গভর্নিং বডির প্রেসিডেন্ট তৃণমূলের বর্ষীয়ান নেতা। এদিকে, জানা গিয়েছে, মনোজিৎ আলিপুর আদালতেই প্র্যাকটিস করে। সোশ্যাল মিডিয়ায় মনোজিৎ দাবি করেছেন, তিনি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করতেন। তিনি ওই কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন বলেও দাবি করেছেন মনোজিৎ । তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শাসক দলের নানা কর্মসূচিতে তার ছবি রয়েছে। দক্ষিণ কলকাতার শাসক দলের নেতাদের সঙ্গেও তার ছবি রয়েছে। ২ দিন আগেও তিনি দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সভাপতি পদে সার্থক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পরে তাঁকে উত্তরীয় পরিয়ে আসে এই মনোজিৎ।
এও জানা গিয়েছে, ধর্ষণের ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেলের অভিযোগ। গণধর্ষণের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ ৩। অন্য ২ অভিযুক্ত কলেজেরই বর্তমান ছাত্র। ধৃত জাইব আহমেদ কলেজের বর্তমান পড়ুয়া। ধৃত প্রমিত মুখোপাধ্যায়ও কলেজের বর্তমান পড়ুয়া। গণধর্ষণের অভিযোগে গতকাল রাতেই গ্রেফতার ৩। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের। ধৃত ৩ জনের ৪ দিনের পুলিশ হেফাজত।






















