Cossipore News: একাধিক বাড়ির দেওয়ালে ফাটল, ঘটনাস্থলে যাচ্ছেন অতীন ঘোষ
রতনবাবুর ঘাটের কাছে একাধিক বাড়িতে ফাটল ধরায় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পাশের একটি স্কুলে। পুরসভা সূত্রে দাবি, ওই এলাকার একটি নিকাশি পাইপ বন্ধ করে দেওয়ায় সেই জল বেরিয়ে ওপরের বাড়িতে ফাটল ধরেছে।
কলকাতা: কাশীপুরে (Cossipore) রতনবাবুর ঘাটের (Ratanbabu Ghat) কাছে কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল ধরে বিপত্তি। আজ ঘটনাস্থলে যাচ্ছেন স্থানীয় বিধায়ক ও কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh) । তাঁর সঙ্গে থাকবে পুরসভার (KMC) টিমও। কীভাবে সমস্যা মেটানো যায়, তা খতিয়ে দেখবেন পুর আধিকারিকরা। রতনবাবুর ঘাটের কাছে একাধিক বাড়িতে ফাটল ধরায় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পাশের একটি স্কুলে। পুরসভা সূত্রে দাবি, ওই এলাকার একটি নিকাশি পাইপ বন্ধ করে দেওয়ায় সেই জল বেরিয়ে ওপরের বাড়িতে ফাটল ধরেছে।
বউবাজারে বাড়িতে ফাটল: এর আগে বউবাজারে বাড়িতে ফাটল নিয়ে চাঞ্চল্য ছড়ায়। মেট্রোর কাজের জন্যই বউবাজারে একাধিক বাড়িতে ফাটল (Kolkata Metro/ KMRCL) ধরেছে। এই মর্মে রিপোর্ট জমা দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১৮টি বাড়ির অডিট করে কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) এই প্রাথমিক রিপোর্ট জমা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়াররা (Jadavpur University) । বউবাজারের (Bowbazar Howse Crack) ওই ১৮টি বাড়ির মধ্যে ন'টির অবস্থা বিপজ্জনক বলে রিপোর্টে উল্লেখ করেছেন তাঁরা ।
বউবাজারে বাড়িতে ফাটলের জন্য দায়ী মেট্রোর কাজ! কলকাতা পুরসভায় জমা পড়া প্রথম পর্যায়ের ওই রিপোর্টে বলা হয়েছে, মেট্রোর কাজের জন্য ৪০ মিলিমিটার পর্যন্ত মাটি বসে গিয়েছে। মজবুত নির্মাণ থাকা সত্ত্বেও ১৭০ বছরের পুরনো বাড়িতেও ধরেছে ফাটল।
মেট্রো পরিষেবা চালু হলে আর ক্ষতি হবে না তো? ফাটলের পর ক্ষতিগ্রস্ত বউবাজারের বাড়িগুলির কী অবস্থা? যাদবপুরের বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছিল কলকাতা পুরসভা। তার প্রেক্ষিতেই রিপোর্ট জমা পড়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শীঘ্রই বিষয়টি নিয়ে ডিজি বিল্ডিং আলোচনা হবে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে।
আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কেমন উত্তর ২৪ পরগণার আবহাওয়া?
আরও পড়ুন: Malda News: মালদহের হাসপাতালের 'মেঝেতে রোগীরা', কাঠগড়ায় তৃণমূল বিধায়ক