Kolkata Death : মাঝ পুকুরে ভেসে উঠল দেহ, ডিপ্রেশনে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ ? চাঞ্চল্য রানিকুঠিতে
Police : বছর চারেক আগে এই রানিদিঘি থেকেই এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : রানিকুঠির (Ranikuthi) রানিদিঘি থেকে উদ্ধার হল বছর চল্লিশের এক ব্যক্তির দেহ। স্থানীয় সূত্রে খবর, বাজারে প্রচুর টাকা দেনা হয়েছিল ওই ব্যক্তির। সেই থেকে ডিপ্রেশনে কি আত্মহত্যা, না কি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ।
পুকুরে ভেসে উঠল মৃতদেহ। বৃহস্পতিবার ভোরবেলায় এই দৃশ্য দেখে চমকে ওঠে রানিকুঠির রানিদিঘি এলাকার পথচলতি মানুষ। সঙ্গে সঙ্গে নেতাজিনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারাই মৃতদেহ শনাক্ত করেন। পুলিশ সূত্রে খবর, মৃত বছর -৪০এর জয়দীপ নন্দ। রানিকুঠিরই বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিলেন জয়দীপ। বাজারে প্রচুর টাকা দেনাও হয়েছিল তাঁর। তবে কি দেনার দায়ে ডিপ্রেশনে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি ? নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে ? খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ। এর আগে বছর চারেক আগে এই রানিদিঘি থেকেই এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়।
সপ্তাহ দুয়েক আগেই পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের (Brother Death)। মৃতদের নাম শীতল ধানুকা ও শুভদীপ বড়ুয়া বলে জানিয়েছে পুলিশ। দুজনেই নাবালক। দুজনেরই বাড়ি বেহালার কালীতলা আশুতি থানার অন্তর্গত জগন্নাথপুরের গোষ্ঠ তলায়। হঠাতই স্থানীয় এক মহিলা প্রথম দেখতে পান, দুই যুবক জলে ডুবে যাচ্ছে। তাঁরই চেঁচামেচিতে স্থানীয় লোকজন দুজনকে তোলার চেষ্টা করলেও বহুক্ষণ বাদে তা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে কালিতলা আশুতি থানার পুলিশ। ২ নাবালককেই পুকুর থেকে তুলে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নামে শোকের ছায়া। দোলের দিন কার্যত একই ধরনের দুটি ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা।
কলকাতার দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় মার্চের গোড়ায়। মানিকতলার অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার।