PIL on Internet off : মাধ্যমিকের জন্য ইন্টারনেট বন্ধ থাকার ইস্যুতে হাইকোর্টে জনস্বার্থ মামলা, কাল শুনানি
Kolkata High Court Update : আবেদনে অভিযোগ করা হয়েছে, কোনও বিজ্ঞপ্তি জারি না করেই কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
সৌভিক মজুমদার, কলকাতা : মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022) কারণে স্পর্শকাতর এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা (Internet Facility)। এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। আগামীকাল দুপুর ২টোয় হবে শুনানি।
সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ৭ থেকে ১৬ মার্চ অবধি রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে সকাল ১১টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। পরীক্ষায় নকল রুখতে মধ্যশিক্ষা পর্ষদের অনুরোধে এই পদক্ষেপ করছে প্রশাসন। আর এনিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়েছে, কোনও বিজ্ঞপ্তি জারি না করেই কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ১৪৪ ধারার প্রেক্ষিতে কীভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা যায়, সেই প্রশ্নও তোলা হয়েছে আবেদনে। এরপরই রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজ্যের তরফে একটি রিভিউ মিটিং আছে। তারপরই এই বিষয়ে সরকারের অবস্থান জানানো যাবে। বৃহস্পতিবার দুপুর ২টোয় ফের শুনানি হবে।
এদিকে, দু'বছর পর অফলাইনে স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে মাধ্যমিক। এবারও পিছু ছাড়েনি প্রশ্নফাঁসের অভিযোগ। ৫ মার্চ, মঙ্গলবার ছিল মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা। সকাল সাতটা বেজে দশ মিনিটে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সরকারি মেল আইডি-তে একটি মেল আসে। সেখানে দাবি করা হয়, একটি ইউটিউব চ্যানেলে একটি প্রশ্নপত্র দেখিয়ে ২০২২ সালের মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র বলে দাবি করা হচ্ছে। সেই মেল দেখে নড়েচড়ে বসে পর্ষদ। ইতিমধ্যে ওই চ্যানেলের পোস্ট ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। যদিও পরীক্ষার পর মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় দাবি করেন গোটা বিষয়টিই ভুয়ো।
আরও পড়ুন- পরীক্ষার সকালে প্রসবযন্ত্রণা, সদ্যোজাতকে পাশে নিয়েই মাধ্যমিক দিলেন পড়ুয়া
Education Loan Information:
Calculate Education Loan EMI