Kolkata Metro: ছুটির দিনে ফের মেট্রো বিভ্রাট! টালিগঞ্জ স্টেশনের কাছে আটকে গেল রেক, বন্ধ পরিষেবা
Metro Problem: ময়দান থেকে ব্রিজি পর্যন্ত আপ ও ডাইন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। আপাতত, জরুরি ভিত্তিতে আটকে পড়া রেকটিকে সরানোর চেষ্টা চলছে।

কলকাতা: ছুটির দিনে ফের মেট্রো বিভ্রাট। যান্ত্রিক ত্রুটে ফের ভোগান্তির মুখে পড়লেন সাধারণ মানুষ। টলিগঞ্জ স্টেশনের কাছে আটকে গেল মেট্রোর রেক। ব্রিজিগামী রেক টালিগঞ্জ স্টেশন পেরোতেই দেখা দেয় বিপত্তি। হঠাৎ আটকে যায় ট্রেনটি। এর জেরে, ময়দান থেকে ব্রিজি পর্যন্ত আপ ও ডাইন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। আপাতত, জরুরি ভিত্তিতে আটকে পড়া রেকটিকে সরানোর চেষ্টা চলছে। ছুটির দিনে ফের মেট্রো বিভ্রাটের জন্য বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মেট্রোর মধ্যে আটকে পড়েছেন যাত্রীরা।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, ব্রিজিগামী রেক টলিগঞ্জ স্টেশন পেরোতেই হঠাৎ আটকে পড়ে রেকটি। ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যান। পরে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণেই হঠাৎ ইমার্জেন্সি অ্যাপ্লায়েড ব্রেক পড়ে গিয়ে রেক বন্ধ হয়ে যায়। লোকো পাইলট ব্রেক কষেননি, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনাটি ঘটেছে। আর একবার ইমার্জেন্সি ব্রেক পড়ে গেলে তা ঠিক করতে বেশ অনেকটা সময় লেগে যায়। যে রেকে ইমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই হয়েছে, সেই রেকটিকে এখনও সরানো যায়নি।
বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত রেক চলাচল করছে। কিন্তু ময়দানের পর থেকে যেহেতু মেট্রো ঘোরানো সম্ভব নয়, তাই ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বেশ কিছুক্ষণ ওই রেকেই আটকে থাকেন যাত্রীরা। এরপরে মেট্রো থেকে নেমে থার্ড রেল লাইন ধরেই হেঁটে এগিয়ে যেতে শুরু করেন যাত্রীরা। শীতের সকালে স্বভাবতই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। উত্তর থেকে দক্ষিণ কলকাতায় যাওয়ার জন্য অন্যতম লাইফ লাইন হল এই মেট্রো। আর সেই পরিষেবারই ব্যহত হওয়ার কারণে সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা। অনেকের সঙ্গে বয়স্ক মানুষেরাও হয়েছে। তবে মেট্রোর তরফ থেকে কোনওরকম ঘোষণা না হওয়ার কারণে ক্ষুদ্ধ সকলেই।
মেট্রো পরিষেবা বিপর্যস্ত হওয়ার দরুণ টালিগঞ্জ মেট্রো স্টেশনে ভিড় জমছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, কেউ আধ ঘণ্টা তো কেউ ১ ঘণ্টা অপেক্ষা করছেন গন্তব্যে পৌঁছনোর জন্য। কিন্তু, এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কতটা সময় লাগতে পারে পরিষেবা স্বাভাবিক হতে, সেটা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি। তবে সূত্রের খবর, একবার রেকের ইমার্জেন্সি অ্যাপ্লায়েড ব্রেক পড়ে গেলে, সেই রেক ওই জায়গা থেকে সরানো বেশ কঠিন। গোটা বিষয়টি নিয়ে কাজ করছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। টালিগঞ্জ থেকে মেট্রোর রেক ঘোরানোর ব্যবস্থা থাকলেও, রেকটি সরানো যাচ্ছে না যথাস্থান থেকে। গোটা বিষয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, এখনও পর্যন্ত মেট্রোর তরফ থেকে বলা যাচ্ছে না কতক্ষণে স্বাভাবিক হবে পরিষেবা।






















