Kolkata Metro Viral Video : কলকাতা মেট্রোরেলের দরজায় কালো স্প্রে ! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, কে এই লোক? মুখ খুলল মেট্রো কর্তৃপক্ষ
কী ছড়াচ্ছেন এই ব্যক্তি ? কেন এই ব্যক্তিকে চিহ্নিত করে ব্যবস্থা নিল না মেট্রোরেল কর্তৃপক্ষ? অবশেষে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানাল মেট্রো রেল।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ফাঁকা মেট্রো। আসনে বসে বেশ কয়েকজন যাত্রী। হঠাৎ বুকে ব্যাগ নিয়ে এগিয়ে এলেন এক ব্যক্তি। গালে দাড়ি। মাথায় হাল্কা চুল। ব্যাগ থেকে বের করে ফেললেন একটা ডিওডোরেন্টের ক্যানের মতো একটা কিছু। তারপর তিনি গাড়ির দরজায় কী একটা স্প্রে করে দিলেন। মেট্রোর ঠিক ওই জায়গায় ভিড় ছিল না। যাত্রী সংখ্যাও ছিল নিতান্তই কম। কিন্তু একটু দূরের সিটগ গুলি ছিল ঠাসা। তাই কেউ বাধা দিতেও এগিয়ে এলেন না। দেখা গেল, দরজা জুড়ে কালো রঙের স্প্রে করে চলে গেলেন তিনি। এই ভিডিও-টি শোরগোল ফেলে দিয়েছে নেটমাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কী ছড়াচ্ছেন এই ব্যক্তি ? কেন এই ব্যক্তিকে চিহ্নিত করে ব্যবস্থা নিল না মেট্রোরেল কর্তৃপক্ষ? অবশেষে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানাল মেট্রো রেল।
কী ঘটেছে সেদিন
দেখা গিয়েছে, ব্লু লাইনের একটি মেট্রো রেকের ঘটনা এটি। এটি MR-409 -র ঘটনা। কোচ নং 4036 এর দরজায় এরকম ভাবে কালো রং স্প্রে করা হয়েছে। মেট্রো জানিয়েছে, এই ধরনের কাজ কোচের সৌন্দর্য বিকৃত করতে পারে। ওই কোচের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে , এক পুরুষ যাত্রী দরজাটি বিকৃত করেছেন। এই ব্যক্তিকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মেট্রো রেলওয়ের বিবৃতি
মেট্রো রেলওয়ের তরফে আরও বলা হয়েছে যে, মেট্রো যাত্রীদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মেট্রো রেলওয়ে, কলকাতা শহরের গর্ব। এই ধরনের কাজ মেট্রের ভাবমূর্তি নষ্ট করেছে । মেট্রো ব্যবহারকারীদের অনুভূতিতেও আঘাত করেছে। মেট্রো কর্তৃপক্ষ সকলকে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছে। রেক এবং স্টেশনগুলিতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাতে ধরনের কার্যকলাপ কিন্তু ধরা পড়ে। তাই অপরাধীকে চিহ্নিত করা সম্ভব। এই ধরনের কার্যকলাপে জড়িত যে কোনও ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পিটিআই সূত্রের খবর, কলকাতা পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ অপরাধীকে শনাক্ত করতে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।
নেট মাধ্যমে অনেকেই প্রশ্ন করছেন, কেন সব দেখেও চুপ করে বসেছিলেন সকলে? কেউ কেন প্রতিবাদ করলেন না? কেনই বা মেট্রোর ওই জায়গাটা এক্কেবারে ফাঁকা ছিল? ওই দরজার কাছে কি কোনও নোংরা পড়েছিল? ঘটনাটা ঠিক কী? এখনও তা স্পষ্ট নয়।






















