Kolkata Metro:ইদ উপলক্ষে মেট্রোর সংখ্যায় কাটছাঁট, সূচি পরিবর্তনের ঘোষণা কর্তৃপক্ষের
Metro Railway Kolkata: যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুই রুটে মেট্রো চলছে তার প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে।
কলকাতা: ইদ উপলক্ষে মেট্রোর (Kolkata Metro) সূচি পরিবর্তন। আগামীকাল কলকাতা মেট্রোর দুই রুটে মেট্রোর সংখ্যা কমানো হয়েছে। পাশাপাশি একটি রুটে সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা। অন্য আরেকটি রুটে অন্যান্য দিনের মতোই মেট্রো চলবে। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুই রুটে মেট্রো চলছে তার প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে।
ব্লু লাইন- (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)
- ২৮৮টি মেট্রোর পরিবর্তে আগামীকাল ২৩৪টি মেট্রো চলবে
গ্রিন লাইন- (এসপ্ল্যানেড থেকে হাওড়া)
- আগামীকাল ১২২টি মেট্রো চলবে এই অংশে। অন্যদিন, মেট্রো চলে ১৩০টি
গ্রিন লাইন- (সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা)
- ১০৬টি মেট্রোর পরিবর্তে মেট্রো চলবে ৯০টি
কী জানাল মেট্রো কর্তৃপক্ষ?
বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট দুই রুটে প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই মেট্রো চলবে। আগামীকাল অর্থাৎ ১১ এপ্রিল সম্পূর্ণ বন্ধ থাকছে পার্পল লাইনের মেট্রো পরিষেবা।
এদিকে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে মেট্রো কর্তৃপক্ষ। গত ২৮ এবং ২৯ মার্চ নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন পরিদর্শন করেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর জন্য EM বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে চিঠি লিখেও সাড়া মেলেনি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর লাইন তৈরির কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। অন্যদিকে, লালবাজারের দাবি, এই মুহূর্তে চিংড়িহাটায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরিবহণ চলাচল সচল রাখতে একসঙ্গে একাধিক জায়গায় যান নিয়ন্ত্রণ সম্ভব নয়। এছাড়াও, মেট্রো কর্তৃপক্ষের দাবি মেনে যে জায়গায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে, সেখানে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও কাজ চলেছে এবং সে সম্পর্কে পুলিশকে কিছুই জানানো হয়নি। এই নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বৈঠক ডাকলেও তাতে যোগ দেয়নি মেট্রো কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Suvendu Adhikari: BJP ক্ষমতায় এলে মাসে ৫ হাজার টাকা সংগ্রামী ভাতার ঘোষণা শুভেন্দুর, কাদের জন্য?