Kolkata News: হল না শেষ রক্ষা, ১৭ কিলোমিটার দূরে এসেও বাগুইআটিকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত
Baguiati Murder Case: পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, ২১ তারিখ দুপুরে শ্বাসরোধ করে খুন করা হয় রিয়া ধরকে।

কলকাতা: মহিলাকে খুনের পর ট্রলিতে ভরে দেহ লোপাটের চেষ্টা। বাগুইআটির (Baguiati News) প্রতিবেশী পাড়ার ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম রিয়া ধর।
বাগুইআটিকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত: দুই সন্তানের মা তিরিশ বছরের রিয়ার শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের নবগ্রামে। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, ২১ তারিখ দুপুরে শ্বাসরোধ করে খুন করা হয় রিয়া ধরকে। পরের দিন সকালে বাগুইআটির প্রতিবেশী পাড়ায় নর্দমার ধারে পড়ে থাকা একটি ট্রলি থেকে উদ্ধার হয় ওই তরুণীর দেহ। পুলিশ সূত্রে খবর, বারাসাতের বাড়িতেই রিয়াকে খুন করেন তাঁর প্রেমিক কৌশিক প্রামাণিক। ট্রলিতে ভরে দেহ এনে ফেলা হয় বাগুইআটিতে। ফেসবুকে ৩ মাস আগে বারাসাতের বাসিন্দা কৌশিক প্রামাণিকের সঙ্গে পরিচয় হয় নবগ্রামের রিয়া ধরের। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৫ দিন আগে স্বামী অমিতকুমার ধর ও সন্তানকে ছেড়ে নবগ্রাম থেকে বারাসাতে চলে আসেন রিয়া। নবগ্রাম থানায় মিসিং ডায়ের দায়ের করেন তরুণীর স্বামী। পুলিশের প্রাথমিক অনুমান, পালিয়ে আসার সময় সঙ্গে সোনার গয়না ও টাকা নিয়ে এসেছিলেন তরুণী। কৌশিক তা হাতিয়ে নেওয়ার পর আর সম্পর্ক রাখতে চাইছিলেন না। বিয়ের জন্য জোরাজুরি করাতেই তরুণীকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান।
বারাসাতে খুন করে ট্রলিব্যাগে দেহ ভরে প্রায় ১৭ কিলোমিটার দূরে বাগুইআটিতে পাচারের চেষ্টা। তারপরেও শেষ রক্ষা হল না। খুনের অভিযোগে সেই গ্রেফতারই হতে হল নিহত যুবতীর প্রেমিককে। বাগুইআটিতে ট্রলিকাণ্ডের তদন্তে নেমে খুনের কিনারা করল পুলিশ। সিসিটিভি ফুটেজ আর মোবাইলের টাওয়ার লোকেশনই ধরিয়ে দিল রিয়া ধরের খুনিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌশিক যেহেতু আগে বাগুইআটিতে ২ বছর ভাড়া ছিলেন, তাই ওই এলাকার খুঁটিনাটি তাঁর জানা ছিল। সেইমতো ২১ তারিখ দুপুরে বারাসাতের বাড়িতে রিয়াকে খুন করার পর দেহ ট্রলিতে ভরে অ্যাপক্যাব ভাড়া করে সন্ধের দিকে বাগুইআটি ঢোকেন তিনি। রাত সাড়ে ৮টা নাগাদ বাগুআইটির প্রতিবেশী পাড়ায় ড্রেনের ধারে তরুণীর দেহ ভরা ট্রলিটি নর্দমার ধারে ফেলে দেন তিনি। তদন্তে নেমে এলাকা ও বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তখনই একটি অ্যাপক্য়াবের সন্দেহজনক গতিবিধি তাঁদের নজরে আসে। টাওয়ার ডাম্পিং পদ্ধতির মাধ্য়মে ওই সময়কালের মধ্যে অভিযুক্ত কৌশিক প্রামাণিকের উপস্থিতিও এলাকায় টের পান তাঁরা। তারপরই অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই গাড়ির চালকের সঙ্গে কথা বলে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল কৌশিক প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ।






















