Kolkata House Collapsed : দফায় দফায় বৃষ্টিতে কলকাতার ২ জায়গায় ভাঙল বাড়ির একাংশ
Kolkata House Collapsed Update : বউবাজার ও গিরিশ পার্কে ভেঙে পড়ল ২ বাড়ির একাংশ

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: প্রবল বর্ষণের মাঝে ফের ফিরল একই দৃশ্য। দফায় দফায় বৃষ্টিতে কলকাতার ২ জায়গায় ভাঙল বাড়ির একাংশ। বউবাজার ও গিরিশ পার্কে ভেঙে পড়ল ২ বাড়ির একাংশ।তবে অত্যন্ত ঘিঞ্জি এলাকায় এই ঘটনার জেরে, স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন।
আরও পড়ুন, রাতভর বৃষ্টিতে কলকাতার রাস্তায় হাঁটু জল, জলমগ্ন ধর্মতলা, কৈখালি-সহ একাধিক এলাকা, ভোগান্তি চরমে
গিরিশ পার্কের বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসেবে নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা। ৪৮ নং ওয়ার্ডে মুচি পাড়া থানা এলাকায় ২০০ বছরের পুরনোর বাড়ির ঝুল বারান্দা ভেঙে রাস্তার উপর মিষ্টির দোকানে এসে পড়েছে।তবে শেষ অবধি পাওয়া খবরে, হতাহতের কোনও খবর নেই।
প্রায় প্রতিবছরই ভারী বৃষ্টিতে কলকাতার ঐতিহ্যময় পুরনো বাড়িগুলি ভেঙে পড়ার দৃশ্য উঠে আসে। আবারও একই ছবি ধরা পড়ল রাতভর বৃষ্টির পর। এই গিরিশপার্ক ও বউবাজার এলাকা সংলগ্ন এলাকায় আগেও পুরোন বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। অনেকক্ষেত্রে মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তবে এবার তেমন কোনও খারাপ খবর আসেনি। কেউ আহত হন বলেই খবর।
সম্প্রতি পানিহাটিতে পুরনো বাড়ি ভেঙে মৃত্যু হয়েছিল গৃহকর্তার। পানিহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছিল। মৃতের নাম দেবকুমার শ্রীমানী। বাড়ির বয়স ছিল প্রায় ২০০ বছর। গতকাল রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিলেন দেবকুমার শ্রীমানী। সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বছর ষাটের প্রৌঢ়ের।
অপরদিকে, কিছুদিন আগেই আরও একটা ঘটনা প্রকাশ্যে এসেছিল। যদিও সেই ঘটনাটি বাড়ি ভেঙে পড়ার নয়। তবে সেখান থেকে উঠে এসেছিল আরও গুরুতর অভিযোগ। আসানসোলে ব্রিজের একাংশ ভেঙে বিপত্তি ঘটেছিল। বুধবার দামোদর নদে ভেঙে পড়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন ধরে রাখার ব্রিজের একাংশ। আটকে পড়ে গিয়েছিলেন একজন শ্রমিক। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করেছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাইপ লাইন ধরে রাখার ব্রিজের একাংশ ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















