Dilip Ghosh: 'একটু আদর্শ খুঁজতে বেরিয়েছি', ইডি তদন্তে মমতাকে কটাক্ষ দিলীপের
Dilip Ghosh Tweet on ED Raid: পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকাণ্ডে টুইটে বিস্ফোরক বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
![Dilip Ghosh: 'একটু আদর্শ খুঁজতে বেরিয়েছি', ইডি তদন্তে মমতাকে কটাক্ষ দিলীপের Kolkata News Dilip Ghosh attacks Mamata Banerjee on ED raid on Partha Chatterjee Arpita Mukherjee Dilip Ghosh: 'একটু আদর্শ খুঁজতে বেরিয়েছি', ইডি তদন্তে মমতাকে কটাক্ষ দিলীপের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/23/f3e77a2c9c2a0381f3db5a4d7362cded1658546320_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতাঃ পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকাণ্ডে টুইটে বিস্ফোরক বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জের বাড়ি থেকে গতাকাল উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা। এদিকে আজ সেই পরিমাণ ক্রমশ বাড়ছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে, অর্পিতার টাকার পরিমাণ বেড়ে দাড়িয়েছে ২১ কোটি। আর এই ঘটনায় দিলীপ ঘোষ হাইলাইট করে একটি টুইট করে বলেছেন, নাকতলার পুজোর মুখ। সেই পার্থ ঘনিষ্ঠের বাড়িতেই ২০ কোটি টাকা, কে এই অর্পিতা মুখোপাধ্যায় ? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।
1.1 Yesterday’s Conscientious or wealthy?
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 22, 2022
Just yesterday, Chief Minister Mamata Banerjee was shouting from Shahid Diwas podium saying that there will be only one ideal political party in the country - TMCl!! pic.twitter.com/j1f20F94fm
তিনি এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে তোপ দেগে বলেছেন, বিবেকবান নাকি বিত্তবান ? গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলেন দেশে একটাই আদর্শ রাজনৈতিক দল থাকবে, তা হল তৃণমূল ! আদর্শের আকাল পড়ল ! একটু আদর্শ খুঁজতে বেরিয়েছি। পারলে কেউ সন্ধান দেবেন ? উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলার তদন্তে ইডি-র ( তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা ২০০০ ও ৫০০ টাকার নোট। যা গুণতে রাত পেরিয়েছে। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা এবং নথি। ইডি তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি টাকা। কিন্তু কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা ? প্রায় ২৭ ঘন্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরেই ইতিমধ্যেই এদিন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার করেছে ইডি।
আরও পড়ুন,'দুয়ারে গর্ত', পার্থ-অর্পিতার ছবি আপলোড করে কটাক্ষ রুদ্রনীলের
প্রসঙ্গত, গতকালই ইডি অভিযানকে ঘিরে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন দিলীপ ঘোষ।এটা আগেই হওয়া উচিত ছিল। আগে যথেষ্ট ম্যান পাওয়ার ছিল না, তাই তারা অভিযান চালাননি। আমরা যদি নারদা, সারদা থেকে দেখি, গত পনেরো -কুড়ি বছর ধরে যে ধরণের সীমাহীন দুর্নীতি চলছে, তাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। আমরা বাঙালি হিসেবে সেটা লজ্জা করি। ৬০০ কোটি টাকা লুট হয়েছে। কেউ না কেউ তো লুট করেছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যাদের নামে অভিযোগ করেছেন, আদালত যে নির্দেশ দিয়েছে, সেই দিকেই এগোচ্ছে ইডি বা সিবিআই। তাতেই অনেকে চিন্তা করছেন। ২১ জুলাই লক্ষ লক্ষ লোক জোগাড় করে হুঙ্কার দিচ্ছেন, দেখে নেবো আমাদের গায়ে হাত দিলে', বলে শাসকদলকে তোপ দাগেন দিলীপ ঘোষ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)