Dilip Ghosh: 'চুরি-ডাকাতি করতে প্রশিক্ষণ প্রয়োজন হয় না', মমতার সভার দিনে তোপ দিলীপের
Dilip Attacks TMC: '২০২১ -র নির্বাচনে, বাংলার মানুষ তাঁদের পগারপার করে দিয়েছে', তৃণমূল নেতা শান্তনু সেন তোপ দাগতেই, পাল্টা নিশানা দিলীপের। কী বললেন তিনি ?
কলকাতা: আজ বৈদিক ভিলেজে শুরু হয়েছে বঙ্গ বিজেপির (WB BJP) তিন দিনব্যাপী চিন্তন শিবির। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের প্রস্তুতির রোডম্যাপ তৈরি হবে এই শিবিরে। খোঁজা হবে নেতাদের মতবিরোধ মেটানোর উপায়ও। মানুষের মনে থেকে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। বিজেপির চিন্তন শিবিরকে নিয়ে কটাক্ষ করে দাবি তৃণমূল নেতা শান্তনু সেনের (TMC Leader Santanu Sen)।
২০২১ এর নির্বাচনে, বাংলার মানুষ তাঁদের পগারপার করে দিয়েছেঃ শান্তনু সেন
শান্তনু সেন এদিন বলেন, প্রত্যেকটা নির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, ব্যালট বাক্সের মধ্যে যেভাবে প্রতিফলিত হচ্ছে, তাতে ভারতীয় জনতা পার্টির চিন্তার ভাজটা এতটাই বাড়ছে, ২ কোটি টাকার বেশি টাকা খরচা করে। ২০২১ এর নির্বাচনে, বাংলার মানুষ তাঁদের পগারপার করে দিয়েছে। আসানসোলের উপনির্বাচনে বিপুল ভোটে হারিয়ে দিয়েছে। সম্প্রতি বনগাঁর উপনির্বাচনেও গোহারা হেরেছে। পঞ্চায়েতেরও দেওয়াল লিখন রয়ে গিয়েছে', কিন্তু মানুষের হৃদয়ের মমতা রয়ে গিয়েছে বলেই এদিন তোপ দাগেন তিনি।
চুরি-ডাকাতি করতে প্রশিক্ষণ প্রয়োজন হয় না। তাই চিন্তন শিবির কী, তা তৃণমূল বুঝবে নাঃ দিলীপ ঘোষ
পাল্টা এদিন দিলীপ ঘোষ বলেন, চুরি-ডাকাতি করতে প্রশিক্ষণ প্রয়োজন হয় না। তাই চিন্তন শিবির কী, তা তৃণমূল বুঝবে না। এদিন দিলীপ ঘোষ বলেন, আমরা এর আগেও করেছি। এর জন্য বিশেষ জায়গার দরকার হয়নি বলেই দাবি করেন তিনি। ওদের তো প্রশিক্ষণ নেই। কারণ সিন্ডিকেট ও কাটমানির জন্য প্রশিক্ষণ নিতে হয় না। কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ রয়েছে। প্রতি ৩ বছর অন্তর উপর থেকে নিচ অবধি সবাইকে প্রশিক্ষিত করা হয়।
আরও পড়ুন, কত চাকরি হয়েছে ? কত বাকি ? পরিসংখ্যান চেয়ে বামেদের নিশানা মমতার
টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে গেরুয়া শিবিরকে পাল্টা নিশানা মমতার
আজ কলকাতার মেয়ো রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের বিরাট সমাবেশ হয়। একই দিনে চিন্তন শিবিরের আয়োজন গেরুয়া শিবিরের। আরল এটি হল একুশে জুলাইয়ের পর তৃণমূলের বড় সমাবেশ। আর এই দিনেই তোপ দাগলেন দিলীপ ঘোষ। তবে এদিন তৃণমূলের সভায় চাকরি ইস্যুতে, শিক্ষা ইস্যুতে, দুর্নীতি মামলা-সহ ইডি-সিবিআই ইস্যুতে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।