Kunal Ghosh: কোনদিন বলবেন যে আমি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না: কুণাল ঘোষ
Kunal Ghosh on Partha Chatterjee: 'আমার কোনও টাকা নেই', ফের আজ জোকা ইসএসআই মেডিক্যাল টেস্টে আসার পখে মুখ খুললেন পার্থ । এরপরেই তোপ দাগলেন কুণাল ঘোষ।
কলকাতাঃ ফের আজ জোকা ইসএসআই (ESI) মেডিক্যাল টেস্টে আসার পখে মুখ খুললেন পার্থ (Partha Chhetterjee)।গত ৪৮ ঘন্টা আগেও মুখ খুলে বলেছিলেন, আমি ষড়যন্ত্রের শিকার। তারপর দিলীপ, সুজনরা জিজ্ঞেস করেছেন, কারা ষড়যন্ত্র করছে, পার্থ চট্টোপাধ্যায়কে মুখ অনুরোধ করা হয়েছে। এদিন ফের মুখ খুললেন এদিন পার্থ। আজ ফের সাংবাদিকরা প্রশ্ন করেন, দাদা আপনার টাকা ? উত্তরে তিনি বলেন , আমার কোনও টাকা নেই। ফের সাংবাদিকদের তরফে প্রশ্ন, কে ষড়যন্ত্র করছে ? প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'সময় এলেই জানতে পারবে।' আর এই ইস্যুতেই এবার মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
'কোনদিন বলবেন আমি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না'
এদিন কুণাল ঘোষ বলেছেন, ' পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে প্রথম কয়েকদিনের ঘটনাক্রম বিশ্লেষণ করে মুখমন্ত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত ব্যাখ্যাও করে দিয়েছেন। প্রথম যখন তিনি সুযোগ পেলেন, তিনি 'চক্রান্ত' বললেন না, 'নির্দোষ' বললেন না, 'আমার টাকা নয়' বললেন না। এবং হঠাৎ গত দুই দিন ধরে বলছেন। যেখানে দলের একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে, সেখানে পার্থদা কী বলছেন, তার উপর কোনও মন্তব্য করতে চাই না। উনি আজকে বলছেন, এটা ওনার টাকা নয়, বলছেন এটা চক্রান্ত, কোনটা বলছেন, সময় এলে বোঝা যাবে। কখনও তিনি বলবেন আমি পার্থ চট্টোপাধ্যায় কি না আমি নিজেই জানি না। কোনওদিন বলবেন আমি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না। এগুলির রোজ উত্তর দেওয়া সম্ভব নয়। তাই উত্তরের দিকে যাচ্ছি না।'
প্রশ্নের উত্তরে 'পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমার কোনও টাকা নেই'
ওনার নাম ইতিহাস বইয়ের পাতা থেকে মুছুন, না হলে নেতাজির সমতুল্য ভাববে: অনুপম হাজরা
প্রসঙ্গত, শুক্রবার জোকা ইসএসআই যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর প্রথমবার বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। এরপর কেটে গিয়েছে, আরও ৪৮ ঘন্টা। এখনও ইডি হেফাজতেই রয়েছেন পার্থ এবং অর্পিতা। এদিন ফের মেডিক্যাল টেস্টে হাসপাতালে ঢোকার মুখে তিনি ফের বিস্ফোরক হন। মূলত ইতিমধ্যেই বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছেন। এর পাশাপাশি পার্থ-অর্পিতার ফ্রিজড ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট থেকে ৮ কোটি টাকা উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই টালিগঞ্জ, বেলঘড়িয়ার ঘটনার পর হাসপাতাল চত্ত্বরে,সাংবাদিকরা প্রশ্ন করেন, দাদা আপনার টাকা ? এদিন সেই প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমার কোনও টাকা নেই। এবং কে ষড়যন্ত্র করেছে, তা 'সময় এলেই জানতে পারবে' বলে রহস্য বাড়ালেন পার্থ চট্টোপাধ্যায়।