Kolkata News: যানজটের আশঙ্কা, ২১ জুলাই কলকাতার একাধিক স্কুল বন্ধ, কোথায় কীভাবে হবে ক্লাস ? রইল বিস্তারিত
Kolkata School Closes On 21 July: যানজটের আশঙ্কায় ২১ জুলাই কলকাতার একাধিক স্কুল বন্ধ, কোথায় কীভাবে ক্লাস হবে ? দেখুন একনজরে

কলকাতা: ইতিমধ্যেই তৃণমূলের ২১ জুলাই সমাবেশ নিয়ে একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার যানজটের আশঙ্কায় ২১ জুলাই কলকাতার একাধিক স্কুল বন্ধ। কোথাও স্কুল বন্ধ, কোথাও অনলাইন, কোথাও শনিবারেও ক্লাস।

২১ জুলাই কলকাতার একাধিক স্কুল বন্ধ, কোথায় কীভাবে ক্লাস হবে ? দেখুন একনজরে
সোমবার: ক্যালকাটা গার্লস হাই স্কুলে ছুটি, বদলে শনিবার ক্লাস
সোমবার: ক্যালকাটা বয়েজে সোমবার অনলাইনে ক্লাস
সোমবার: লা মার্টিনিয়ার ফর বয়েজে অনলাইনে ক্লাস
সোমবার: লা মার্টিনিয়ার ফর গার্লসে অনলাইনে ক্লাস
সোমবার: মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে পড়ুয়াদের স্টাডি লিভ
সোমবার: সেন্ট জেমস হাইস্কুলে ছুটি
সোমবার: প্যাট মেমোরিয়ালে ছুটি
সোমবার: সাউথ পয়েন্টে ক্লাসের বদলে সাড়ে ১১টার মধ্যে পেরেন্ট-টিচার মিটিং
সোমবার: সুশীলা বিড়লা গার্লসে অনলাইনে ক্লাস
সোমবার: বালিগঞ্জ শিক্ষা সদনে স্কুলে এসে অনলাইনে ক্লাস নেবেন শিক্ষকরা
সোমবার: গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে ক্লাস নয়

প্রসঙ্গত, সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে, তারপর আবার ১১টার পর। ৯টা থেকে ১১ টা পর্যন্ত কলকাতার কোথাও যেন যানজট না হয়, তা পুলিশকেই নিশ্চিত করতে হবে। তৃণমূলের ২১ জুলাইয়ের মিছিল নিয়ে সময় বেঁধে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। পাশাপাশি বিচারপতির নির্দেশ, হাইকোর্ট থেকে ৫ কিলোমিটারের মধ্যে যেন সাধারণ মানুষের অফিস যেতে কোনও অসুবিধা না হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে।
২১-শে জুলাই, তৃণমূলের মহাসমাবেশের দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত, কলকাতায় যেন কোনও যানজট না হয়,কলকাতা হাইকোর্ট থেকে ৫ কিলোমিটারের মধ্যে যেন সাধারণ মানুষের অফিস যেতে কোনও অসুবিধা না হয়, কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে হবে। শুক্রবার, এমনই কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২১ জুলাই, সোমবার তৃণমূলের মেগা কর্মসূচি! প্রধান বক্তা মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ইতিমধ্য়েই জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা।
২১শে জুলাই কলকাতা কার্যত মিছিল নগরী হয়ে ওঠে!এর জেরে ব্য়াপক যানজটের আশঙ্কায় কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেন আইনজীবীদের একটি সংগঠন। অভিযোগ, সেই চিঠির কোনও উত্তর আসেনি। এরপরই বিষয়টি কলকাতা হাইকোর্টে ওঠে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিচারপতি ঘোষ তাঁর কড়া পর্যবেক্ষণে বলেছিলেনমানুষ আর কতদিন সহ্য় করবে? তাহলে সরকার ছুটি ঘোষণা করা হোক, মানুষ ঘর থেকে বেরোবে না। কাউকে অসুবিধার সম্মুখীন হতে হবে না।
এরপর শুক্রবার দ্বিতীয় শুনানিতে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিলেন, ২১ জুলাই অর্থাৎ সোমবার সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। তারপর আর কোনও মিছিল কলকাতায় ঢুকতে পারবে না। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলকাতার কোথাও যেন যানজট না হয়, তা পুলিশকেই নিশ্চিত করতে হবে। আবার সকাল ১১টার পর, মিছিল যেমন এগোয়, তেমনই এগোবে। কলকাতা মেয়র ফিরহাদ হাকিম বলেন, এইভাবে কি আবেগকে আটকানো যায় কোন রেস্ট্রিকশন করা যায় এটা একটা মহান দিন রাশিয়ার রেভালিউশনের মতন এর সঙ্গে মানুষের আবেগ জড়িত।





















