(Source: ECI/ABP News/ABP Majha)
Sougata Roy: '২টো পচা আপেল ফেলে দেব', সৌগত রায়ের মন্তব্য ভাইরাল
Sougata Roy Comment Controversy: দুর্নীতি ইস্যুতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় সৌগত রায়। সৌগত রায়ের মন্তব্য ভাইরাল, কী বললেন তিনি ?
কলকাতা: '২টো পচা আপেল ফেলে দেব', সৌগত রায়ের মন্তব্য ভাইরাল (Sougata Roy)। দুর্নীতি ইস্যুতে (Scam Issue) ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় সৌগত রায়। 'আমাদেরই দলের কেউ কেউ দলের পদ নিয়ে দুর্নীতি করেছে। তারা ধরা পড়েছে, আমরা বলেছি কেউ পাশে দাঁড়াব না। ২টো পচা আপেল ফেলে দেব, বাকিদের রক্ষা করব। আমাদের ৯৮ শতাংশ কর্মীই নিষ্ঠাবান।' তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য ভাইরাল।
সৌগত রায়ের মন্তব্যে ঘিরে বিতর্কের ঝড়
প্রসঙ্গত, চলতি বছরে একাধিক ইস্যুতে সৌগত রায়ের মন্তব্যে ঘিরে বিতর্কের ঝড় ওঠে। সৌগত রায় বলেছিলেনন, ' আপনারা এই ভূল করবেন না। তৃণমূলের বিরুদ্ধে চোর ধরো, জেলে ভরো এই স্লোগানের বিরুদ্ধে সরব হন তিনি। তিনি বলেন, তৃণমূলে ৯৮ শতাংশ সৎ। ২ শতাংশ যদি দুর্নীতিগ্রস্থ হয়, আমরা তাঁদের বার করে দেব। সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে। ' সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, 'যত দিন যাচ্ছে ততই সৌগত রায়ের মুখে হুমকি, ও দুষ্কৃতির সুর শোনা যাচ্ছে। এলাকায় থাকতে পারবেন না পর্যন্ত বলে দিলেন। ওনার এই ধরনের মন্তব্য বন্ধ করা উচিত। আবার নিজেই বলছেন ৯৮ শতাংশ সৎ, ২ শতাংশ চোর। আর তারপরেই সেই নামের তালিকা প্রকাশ করার কথা জানান সুজন চক্রবর্তী। অযথা বাড়তি কথা বলা অভ্যাষ হয়ে যাচ্ছে সৌগতবাবুর, সেটা ভালো লাগে না।'
আরও পড়ুন, আজ ২১ ডিসেম্বর, শুভেন্দুর দেওয়া ডেডলাইনের তৃতীয় দিন, কিছু কি হতে চলেছে ?
চলতি বছরে একাধিক ইস্যুতে বিস্ফোরক সৌগত রায়
প্রসঙ্গত, কিছুদিন আগেই কামারহাটিতে হুমকি দিয়ে সৌগত রায় বলেন,‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।'নাম না করে সৌগত রায়কেও সেসময় হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপির সম্পাদক সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'তৃণমূল নেতারা বলছেন বিজেপি কর্মীদের চামড়া দিয়ে জুতো বানাবেন। তাঁদের বলে রাখি, পায়ের মাপ আমরাও নিতে জানি। পায়ের মাপের সঙ্গে হাতের মাপও নেওয়া হবে। বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেবেন না।’'চোর ধরো, জেলে ভরো', দুর্নীতির বিরুদ্ধে সম্প্রতি রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে রাজপথে নামেন দিলীপ-সুকান্তরা।এনিয়েও সৌগত রায় প্রতিবাদ জানিয়ে হুমকি দেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা।