Kolkata: বিদেশি প্রজাতির পোষ্য কুকুর চুরি, হরিদেবপুর এলাকায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ঘটনা
Kolkata News: অভিযোগকারিণী দেবলীনা ঘোষের কথায়, 'পুলিশ এই ঘটনাকে গুরুত্ব দিচ্ছে না। এটা মানুষের সঙ্গে হলে কি পুলিশ এমন গা ছাড়া ভাব দেখাতে পারত?'
![Kolkata: বিদেশি প্রজাতির পোষ্য কুকুর চুরি, হরিদেবপুর এলাকায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ঘটনা Kolkata: pet dog theft in haridevpur caught on cctv camera footage Kolkata: বিদেশি প্রজাতির পোষ্য কুকুর চুরি, হরিদেবপুর এলাকায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/09/60845dab03f41e61352c8165685f8a50_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: বিদেশি প্রজাতির পোষা কুকুর চুরির (Pet dog theft) অভিযোগ। হরিদেবপুর (Haridevpur) থানা এলাকার ঘটনা। বাইকে করে এসে কুকুরটিকে দু'জন নিয়ে চলে যাচ্ছে, এমনই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় (CCTV footage)। থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বাড়ির সামনে থেকে দামি বিদেশি প্রজাতির কুকুর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। মোটরবাইকে করে এসে এক মহিলা ও এক ব্যক্তি কুকুরটিকে নিয়ে চলে যান। কুকুর চুরির এই ঘটনা ঘটেছে হরিদেবপুর থানা এলাকার ঠাকুরপুকুরের দাসপাড়ায়। বেসরকারি সংস্থার কর্মী দেবলীনা ঘোষের বড়ই আদরের, ৮ বছরের গোল্ডেন রিট্রিভার রিয়ো।
অভিযোগকারিণীর দাবি, গত ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ বাড়ির সামনের গলিতে খেলা করছিল কুকুরটি। আচমকা মোটরবাইকে আসেন এক মহিলা ও এক ব্যক্তি। মহিলা বাইক থেকে নেমে কুকুরটিকে আদর করেন। তারপরই মহিলা কুকুরটিকে কোলে নিয়ে বাইকে উধাও হয়ে যান। পাশের বাড়ির একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।
ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও প্রিয় পোষ্যকে না পেয়ে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ জানান দেবলীনা। থানায় জমা দেওয়া হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজও।
অভিযোগকারিণী দেবলীনা ঘোষের কথায়, 'পুলিশ এই ঘটনাকে গুরুত্ব দিচ্ছে না। এটা মানুষের সঙ্গে হলে কি পুলিশ এমন গা ছাড়া ভাব দেখাতে পারত?'
আরও পড়ুন: Bankura: সরস্বতী পুজোর বিসর্জনে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি, মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়
দেবলীনার ভাইয়ের দাবি, 'আমার মনে হয়ে বেআইনি জননের (Illegal breeding) সঙ্গে যুক্ত কেউ এ কাজ করেছে।'
প্রিয় পোষ্যর হদিশ না পেয়ে সোমবার দেবলীনা ইমেলে মুখ্যমন্ত্রী, মেয়র, মেনকা গাঁধী, ডিসি সাউথকে ঘটনার কথা জানিয়েছেন। তাঁর দাবি, ইমেলে মেনকা গাঁধী থানার আধিকারিকের ফোন নম্বর চেয়েছিলেন, তিনি তা পাঠিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কুকুরের ছবি দিয়ে, কেউ খোঁজ দিলে পুরস্কারের ঘোষণাও করেছেন দেবলীনা।
কবে ফিরে পাবেন রিওকে, আদৌ কি পাবেন? এই দুশ্চিন্তা নিয়ে দিন কাটাচ্ছেন দেবলীনা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)